1. [email protected] : চলো যাই : cholojaai.net
সেরা ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টানতে ব্রিটেনে ভিসা চালু
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
Uncategorized

সেরা ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টানতে ব্রিটেনে ভিসা চালু

  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২

বিশ্বের সেরা ৫০ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রীধারীদের জন্য নতুন ভিসা প্রক্রিয়া চালু করেছে যুক্তরাজ্য। গত পাঁচ বছরের মধ্যে ব্রিটেনের কোনো বিশ্ববিদ্যালয় ছাড়া বিশ্বের ৫০টি সেরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর কিংবা পিএইচডি ডিগ্রী অর্জনকারীদের জন্য নতুন এ ভিসা প্রক্রিয়া চালু করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, আবেদনকারীর জন্মস্থানের পরিবর্তে মেধার গুরুত্ব দেওয়া হবে। আবেদনের পূর্বে যুক্তরাজ্যে কোনো কম্পানিতে চাকরির প্রস্তাবও থাকা বাধ্যতামূলক নয়।

স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীধারীদের ভিসার মেয়াদ দুই বছর। আর পিএইচডি ডিগ্রীধারীদের জন্য ভিসার মেয়াদ তিন বছর। এক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে কেউ দীর্ঘমেয়াদি কাজেও যোগ দিতে পারবে।

কোনো শিক্ষার্থী যে বছর তার ডিগ্রী অর্জন করবে, সে বছর তার বিশ্ববিদ্যালয়কে টাইমস হায়ার এডুকেশন, কোয়াকোয়ারেলি সাইমন্ডস এবং দ্য একাডেমিক র‌্যাংকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটি- তিনটির যেকোনো দুইটির র‌্যাংকিং তালিকার সেরা ৫০ এর মধ্যে থাকতে হবে। প্রতি বছর ওই তিনটি সাইট বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করে।

ডিগ্রীধারীরা নিজেদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদেরও যুক্তরাজ্যে নিয়ে যেতে পারবে।

ব্রিটেনের অর্থমন্ত্রী বলেছেন, এ ভিসার ফলে যুক্তরাজ্য উদ্ভাবন, সৃজনশীলতা এবং উদ্যোক্তার আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

নতুন এই অভিবাসন প্রক্রিয়ায় কারো জন্মস্থানের পরিবর্তে তার মেধা বেশি প্রাধান্য পাবে বলেও সরকারিভাবে জানানো হয়েছে।

সূত্র: গার্ডিয়ান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com