রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন
Uncategorized

পর্তুগালের ফ্যামিলি ভিসা কিভাবে করতে হয় ।

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

পর্তুগালের ফ্যামিলি ভিসা নয়দেশের বাইরেও যদি কোন প্রবাসী থাকে ,প্রত্যেকটা প্রবাসী কাছে গুরুত্বপূর্ণ বিষয় তার ফ্যামিলিকে তার কাছে নিয়ে আসা আর আজ সেই চিন্তা থেকে আলোচনা ১৯৯০ সাল থেকে পর্তুগালের বাংলাদেশিরা বসবাস করে আসছে  পর্তুগালের সরকারী নাম পর্তুগিজ রিপাবলিক এটি আইবেরীয় উপদ্বীপের পশ্চিম অংশেস্পেনের দক্ষিণে ও পশ্চিমে অবস্থিত। আটলান্টিক মহাসাগরে দেশটির দীর্ঘ উপকূল রয়েছে। এছাড়াও দুইটি স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ পর্তুগালের নিয়ন্ত্রণাধীনএগুলি হল আসোরেস দ্বীপপুঞ্জ এবং মাদেইরা দ্বীপপুঞ্জযারা উভয়েই আটলান্টিক মহাসাগরে অবস্থিত।

পর্তুগালের ফ্যামিলি ভিসাতেকিভাবে আপনার পরিবার নিয়ে আসবেন ? কি কি ডকুমেন্টস প্রয়োজন ?

পর্তুগালে কিভাবে আপনি মা বাবা কিংবা বউ বাচ্চা নিয়ে আসবেন সে বিষয়ে বিস্তারিত পয়েন্ট ভিত্তিক আলোচনাঃ

.ফ্যামিলি রিইউনিয়ন এর মূল শর্ত গুলো কি  ?

.ফ্যামিলি মেম্বার বলতে কাদেরকে আনা যাবে ?

.কি কি ডকুমেন্টস প্রয়োজন ?

.কতদিন সময় লাগবে ?

.কোথায় আবেদন করতে হবে ?

পর্তুগালের ফ্যামিলি ভিসাতে ফ্যামিলি আনার মূল শর্ত সমূহ কি কি ?

প্রথমত

আপনাকে পর্তুগালে বৈধভাবে বসবাস করতেছেন তার ডকুমেন্টস থাকতে হবে , উহদাহরণ সরূপ –

কেউ ইমিগ্রান্ট বা স্টুডেন্ট হলে তার রেসিডেন্স পারমিট থাকতে হবে অর্থাৎ আপনাকে অবশ্যই বৈধ হতে হবে পর্তুগালে। 

দ্বিতীয়ত

আপনার অভিবাসন অধিদপ্তরের বেঁধে দেয়া বাৎসরিক ইনকাম থাকতে হবে। আগেই বলে নিচ্ছি নিম্নের কেল্কুলেশন অফিসিয়াল নিয়মানুযায়ী তবে এটা পরিস্তিতি ভেদে এদিক সেদিক হয়। যেমন 

কেউ যদি শুধুমাত্র নিজের বউ আনতে চায় তাহলে তার বাৎসরিক

নেট ইনকাম আইআরএস  ৯০০০ + ইউরো পরিমান থাকতে হবে। 

আর বউ আর এক বাচ্চা আনার জন্য আরো ৩০ইনকাম বেশি দেখাতে হবে ( বাচ্চার বয়স ১২১৭ হলে ) আর বাচ্চার বয়স ০১১ হলে ২৫বেশি ইনকাম দেখাতে হবে )

আরেকটু সহজ করে বলি – যদি আপনি ব্যাসিক সেলারিতে কাজ করে থাকেন তাহলে আপনাকে প্রতি এডাল্ট মেম্বার আনার জন্য ১৬৫ ইউরো * ১২ মাস করে বেশি দেখতে হবে , আর প্রতি বাচ্চার জন্য ব্যাসিক সেলারি + ১২৫ ইউরো *১২ মাস করে টোটাল ইনকাম দেখাতে হবে।

ফর এক্সাম্পল – বউ আনবেন শুধু = ৬৬৫ ইউরো *১২ মাস + ১২ মাস *১৬৫ ইউরো = যত আসে টোটাল।

বউ + এক বাচ্চা আনবেন = ৬৬৫ ইউরো *১২ +১২*১২৫ ইউরো + ১২*১৬৫ ইউরো = যত আসে টোটাল।

এখন যারা ব্যাবসা করেন তাদের ক্ষেত্রে ও সেইম টোটাল ১২ মাসে আপনাকে যেভাবেই হোক এই টাকাটা নেট ইনকাম দেখাতে হবে।যদি বাবা মার জন্য আবেদন করেন তাহলে ব্যাসিক সেলারির সাথে দুইজন এডাল্ট এর জন্য যত অতিরিক্ত ইনকাম দরকার সেটা দেখাতে হবে।হিসাবটা দেখালাম বুঝানোর জন্য।

কেউ যদি শুধু টোটাল কত লাগবে ইনকাম জানতে চান সেইক্ষেত্রে বলব ৯০০০ইউরো ইনকাম থাকতে হবে। তবে সেফ অনেক সময় ইনকাম একটু এদিক সেদিক হলেও কন্সিডার  করে।  কারো ইনকাম যদি টোটাল ইনকাম লিমিট (আইআরএস ) থেকে কম হয় তাহলে আপনি পারমিশন এর আবেদন করার সময় লাস্ট ৩ মাসের ইনকাম একটু বেশি দেখাবেন আর ব্যাংক স্টেইটম্যান্ট দেখাবেন যেন সব মিলিয়ে টোটাল ইনকাম কভার করে নেয়।

ফ্যামিলি মেম্বার বলতে পর্তুগাল থেকে  আবেদনকারীর (বউ বাচ্চা মা বাবা।

এখন যাবো বিস্তারিত তথ্যে –

পর্তুগালের ফ্যামিলি ভিসাতে ফ্যামিলি রিউনিয়ন পারমিশন এর আবেদন এর জন্য কোন পক্ষের কি কি ডকুমেন্টস প্রয়োজন ?

এপলিক্যান্ট এর যা যা লাগবেঃ

——————————————–

যার জন্য আবেদন করবেন ( বউ বাচ্চা মা বাবা ) তার পাসপোর্ট এর কপি। উল্লেখ্য স্পাউস এর ক্ষেত্রে পাসপোর্ট এ একে অপরের স্পাউস এর নাম উল্লেখ থাকা বাধ্যতামূলক। এটা উল্লেখ না থাকায় বর্তমানে অনেকের সমস্যা হচ্ছে।

জন্ম নিবন্ধন অরিজিনাল কপি .

নিকাহনামাবিবাহের সনদ অরিজিনাল ( বউ হলে )

পুলিশ ক্লীয়ারেন্স সার্টিফিকেট অরিজিনাল।

উপরোক্ত ডকুমেন্টস গুলো প্রথমে ট্রান্সলেট নোটারি এবং ফরেইন মিনিষ্ট্রি ও লো মিনিষ্ট্রি থেকে সত্যায়িত করে পর্তুগাল আনবেন ,তারপর পর্তুগিজ ট্রান্সলেশন নোটারি করে বাংলাদেশ দূতাবাস লিসবন কর্তৃক সত্যায়ন করে পর্তুগীজ ফরেইন মিনিষ্ট্রি থেকে সত্যায়ন করতে হবে।

যে আবেদন করবে তার কি কি ডকুমেন্টস ?  সেফ থেকে পারমিশনের  জন্য )

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com