মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
আজ রোববার দুপুর ১টা ৪০ মিনিটে আদালত প্রাঙ্গণে পৌঁছান। এ সময় ভবনের সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে উঠে পরীমনিকে এজলাসের ভেতরে শুয়ে থাকতে দেখা যায়। শুনানি শেষে অসুস্থ অবস্থায় গাড়িতে করে নিয়ে যাওয়া হয় পরীমনিকে।
এদিন জামিনের মেয়াদ শেষ হওয়ায় পরীমনি আদালতে হাজির হন। এরপর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্থন করে আবারও জামিনের আবেদন করেন। এতে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত পরীমনির জামিন মঞ্জুর করেন।
চলতি বছরের ৪ আগস্ট রাতে পরীমনি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে আটক করে র্যাব। এরপর র্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
মামলা সূত্রে জানা যায়, পরীমনি ২০১৬ সাল থেকে মাদকসেবন করেন। এ জন্য বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেছেন। সেখানে নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করতেন এবং পার্টিতে অংশ নিতেন।