1. [email protected] : চলো যাই : cholojaai.net
বাজারে আসছে বিশ্বের সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ি
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
Uncategorized

বাজারে আসছে বিশ্বের সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ি

  • আপডেট সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

বিশ্বের সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ি এক চার্জে 300 কিমি চলবে। দাম হবে Maruti Alto-র থেকেও কম। মিনি ইলেকট্রিক গাড়ি বিভাগে দুর্দান্ত সাফল্যের পরে এই ঘোষণা করেছে চিনের কোম্পানি উলিং হংগুয়াং। 2020 সালের দ্বিতীয় জনপ্রিয়তম মিনি ইলেকট্রিক গাড়ি তৈরি করেছে কোম্পানিটি। বিক্রি হয়েছে মোট 1,19,255 টি ছোট ইলেকট্রিক গাড়ি। এবার কম দামের নতুন ইলেকট্রিক গাড়ির নাম রাখা হয়েছে ন্যানো। যদিও টাটার তৈরি ন্যানোর সঙ্গে এই গাড়ির কোন সম্পর্ক নেই। কোম্পানির দাবি লঞ্চের পরে এটাই হবে বিশ্বের সবথেকে ছোট ইলেকট্রিক গাড়ি।

মারুতি অল্টোর থেকেও সস্তা

মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে 20,000 ইউয়ানে বিক্রি হবে নতুন এই ইলেকট্রিক গাড়ি। যা ভারতীয় মুদ্রায় প্রায় 2.3 লক্ষ টাকা। অর্থাৎ মারুতি অল্টোর থেকেও কম দামে পাওয়া যাবে এই গাড়ি। আর এই খবর সত্যি হলে চিনে বিপুল জনপ্রিয়তা পাবে ইলেকট্রিক ন্যানো।

টাটা ন্যানোর থেকেও ছোট

মোটর ব্যাটারি ও রেঞ্জ

এই গাড়িতে থাকছে 33 PS ইলেকট্রিক মোটর। এই মোটরে সর্বোচ্চ 85 Nm টর্ক পাওয়া যাবে। সর্বোচ্চ 100 কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটবে ইলেকট্রিক ন্যানো। এই গাড়িতে থাকছে IP67 সার্টিফায়েড লিথিয়াম আয়ন ব্যাটারি। সিটের নীচে ব্যাটারি রাখা থাকবে। ব্যাটারির ক্ষমতা 28 kWh। কোম্পানির দাবি এক চার্জে 305 কিমি চলবে এই গাড়ি। বাড়ির যে কোন 220V সকেট ব্যবহার করে এই গাড়ির ব্যাটারি চার্জ করা যাবে। এছাড়াও রয়েছে 6.6 kW AC চার্জিংয়ের সুবিধা। এই গাড়ি সাড়ে চার ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

আকারে ছোট হলেও এই গাড়ি ডিজাইনের সময় সুরক্ষার দিকে নজর দেওয়া হয়েছে। থাকছে EBD, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, চাইল্ড সিট মাউন্ট, ABS ব্রেক, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলের মতো সুরক্ষা ফিচার। এছাড়াও এই গাড়িতে রয়েছে রিভার্স ক্যামেরা, টায়ার প্রেশার মনিটর, এয়ার কন্ডিশনার, কি-লেস এন্ট্রি, টেলিমেট্রিক সিস্টেম, LED হেডলাইট ও 7 ইঞ্চি ডিজিটাল স্ক্রিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com