1. [email protected] : চলো যাই : cholojaai.net
১৩০ মিলিয়ন ডলারের প্রজেক্টে সারা, মাঠ পরিদর্শনে কাজ ঘুরে বেড়ানো
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

১৩০ মিলিয়ন ডলারের প্রজেক্টে সারা, মাঠ পরিদর্শনে কাজ ঘুরে বেড়ানো

  • আপডেট সময় সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর ক্ষেত্রে বেশ নজির আছে ভারতীয়দের। এবার সে সুযোগই কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া। দেশটিতে ভারতীয় পর্যটকদের টানতে দূতও নিয়োগ দেওয়া হয়েছে, যিনি অস্ট্রেলিয়ার নানা দর্শনীয় স্থান তুলে ধরবেন ভ্রমণপিপাসুদের সামনে।

পর্যটক টানতে অস্ট্রেলিয়ার সরকারের প্রচার কর্মসূচির নাম ‘কাম অ্যান্ড সে জি’ডে (গুড ডে)’। ভারতে এই কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারকে। কর্মসূচির আওতায় মূলত অস্ট্রেলিয়ার দর্শনীয় স্থান নিয়ে টিভি অনুষ্ঠান ও বিজ্ঞাপন বানানো হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রচারণা কর্মসূচির উদ্দেশ্য ভারতীয়দের অস্ট্রেলিয়ায় ভ্রমণে উৎসাহিত করা, সেখানে সারার কাজ হবে, দর্শনীয় স্থান ঘুরে সেগুলোর ছবি ও নানা দিক ভ্রমণপিপাসুদের সামনে তুলে ধরা।

তবে সারা বলছেন, ‘এটি কেবল প্রচারণামূলক কাজ নয়। এটি সেই সব স্থানের গল্প বলা, যেগুলো ভ্রমণ করলে একজন মানুষের চিন্তাভাবনা বিকাশের পথ আরও প্রশস্ত হয়। ভ্রমণ তো শুধুই ভ্রমণ নয়! এটি মানুষকে নস্টালজিক করে তোলে।’ সারার মতে, ভ্রমণ মানে সংস্কৃতি, খাবার ও পথে পথে ঘুরে মানুষের সঙ্গে পরিচিত হওয়া।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ার কিছু স্থানের ছবি পোস্ট করেছেন সারা। সবশেষ পোস্ট করা ছবিতে তাঁকে মেলবোর্নে দেখা যায়। ক্যাপশনে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় মেলবোর্ন প্রথম ভ্রমণ করেছি। এই শহর এখনো জানে কীভাবে দর্শনার্থী আকৃষ্ট করতে হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com