1. [email protected] : চলো যাই : cholojaai.net
এবারও যুক্তরাষ্ট্রের ডিভি লটারির সুবিধা থেকে বঞ্চিত থাকছে বাংলাদেশ
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কোনরকম পোশাক পরেন না এই গ্রামের বাসিন্দারা বস্টনে ভ্রাম্যমাণ পাসপোর্ট সেবাকে ঘিরে তীব্র বিতর্ক ও ক্ষোভ এবারও যুক্তরাষ্ট্রের ডিভি লটারির সুবিধা থেকে বঞ্চিত থাকছে বাংলাদেশ এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক ফিনল্যান্ড – যেখানে পড়াশোনা মানে শুধু ডিগ্রি নয়, এক অন্যরকম অভিজ্ঞতা নাছোড়বান্দা এক অভিবাসীর পাল্লায় পড়েছে যুক্তরাজ্য হেনলি ওপেননেস ইনডেক্সে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ ৪৮ বছর পর বাড়তে পারে জাপানের ভিসা ফি সেন্টমার্টিনে রাতযাপন করা যাবে, নৌযান চলাচলে লাগবে অনুমতি ৫ বছরের ভিসায় পরিবারসহ অস্ট্রেলিয়ায় বসবাসের সুযোগ, জানুন আবেদন প্রক্রিয়া

এবারও যুক্তরাষ্ট্রের ডিভি লটারির সুবিধা থেকে বঞ্চিত থাকছে বাংলাদেশ

  • আপডেট সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির মাধ্যমে প্রতিবছর বিশ্বের ৫৫ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ পান। তবে গত কয়েক বছরের মতো এবারও এই সুবিধা থেকে বঞ্চিত থাকছে বাংলাদেশ।

গত ১৯ অক্টোবর সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, নির্ধারিত অভিবাসন সীমা অতিক্রম করায় বাংলাদেশসহ ১৯টি দেশকে ডিভি লটারির সুবিধার বাইরে রাখা হয়েছে।

যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা কম, মূলত সেসব দেশের মানুষকেই এই ভিসা দেওয়া হয়। কিন্তু এই ১৯টি দেশ গত পাঁচ বছরে ৫০ হাজার বা তারও বেশি অভিবাসীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে, যা ডিভি লটারির নিয়মের পরিপন্থী।

যেসব দেশকে এবার ডিভি লটারির বাইরে রাখা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ, ভারত, ব্রাজিল, কানাডা, চীন ও হংকং, কলম্বিয়া, ডোমিনিক রিপাবলিক, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনেজুয়েলা ও ভিয়েতনাম।

ডিভি লটারির জন্য প্রতিবছর লাখ লাখ আবেদনকারী নিবন্ধন করেন এবং ‘র‍্যানডোমাইজড কম্পিউটার ড্রয়িংয়ের’ মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক আবেদনকারীকে নির্বাচন করা হয়। যারা নির্বাচিত হন, তারা ভিসার জন্য আবেদন করতে পারেন অথবা যোগ্যতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে স্ট্যাটাস অ্যাডজাস্ট করার আবেদন জানাতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com