1. [email protected] : চলো যাই : cholojaai.net
ফিনল্যান্ড – যেখানে পড়াশোনা মানে শুধু ডিগ্রি নয়, এক অন্যরকম অভিজ্ঞতা
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ফিনল্যান্ড – যেখানে পড়াশোনা মানে শুধু ডিগ্রি নয়, এক অন্যরকম অভিজ্ঞতা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
অনেকেই জানে না, ফিনল্যান্ড শুধু বিশ্বের সবচেয়ে সুখী দেশই নয় — এখানকার শিক্ষা ব্যবস্থা পৃথিবীর অন্যতম সেরা। প্রতি বছর হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থী এখানে আসে ব্যাচেলর, মাস্টার্স কিংবা পিএইচডি করতে।
টিউশন ফি: বছরে প্রায় €৪,০০০–€১২,০০০ — ইউরোপের অন্যান্য অনেক দেশের তুলনায় কম।
স্কলারশিপের সুযোগ: ভালো একাডেমিক রেজাল্ট থাকলে ৫০% থেকে ১০০% পর্যন্ত ফি মওকুফের সুযোগ থাকে।
-পার্ট টাইম কাজ: সপ্তাহে সর্বোচ্চ ৩০ ঘণ্টা কাজ করা যায়, ঘণ্টায় গড়ে €১০–€১৪ আয়।
ফিনল্যান্ডে যেয়ে প্রথমে একটু কঠিন সময় পার করতে হতে পারে কারণ শীত প্রধান দেশ হওয়ায় বছরের বেশ কিছু সময় কাজের অভাব থাকে।
স্টাডি শেষে ক্যারিয়ার গড়ার সুযোগ: পড়াশোনা শেষ করে ২ বছরের জব সার্চ ভিসা, আর তারপর স্থায়ীভাবে থাকার (PR) সুযোগও আছে।
স্টুডেন্ট হাউজিং: মাসে মাত্র €২৫০–€৪৫০ খরচে আধুনিক বাসস্থান পাওয়া যায়।
নিরাপত্তা ও জীবনযাত্রা: বিশ্বের সবচেয়ে নিরাপদ ও শান্তিপূর্ণ দেশগুলোর একটি — যেটা বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ।
যে সাবজেক্ট গুলোর জন্য ফিনল্যান্ড সেরা-
Information Technology & Computer Science
Artificial Intelligence & Data Science
Engineering & Technology
Business, Finance & Management
Social Science & Education
Pharmacy, Health & Life Sciences
কিছু শীর্ষ বিশ্ববিদ্যালয়
University of Helsinki
Aalto University
Tampere University
LUT University
University of Vaasa
University of Eastern Finland
Metropolia UAS

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com