হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫ অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট ৩ ধাপ নিচে নেমে ১০০তম অবস্থানে রয়েছে। দুই দশক আগে শুরু হওয়া হেনলি পাসপোর্ট ইনডেক্সে এবার প্রথমবারের মতো অ্যামেরিকার পাসপোর্ট বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী পাসপোর্টের তালিকা থেকে বাদ পড়েছে।
২০১৪ সালে এক নম্বরে থাকা অ্যামেরিকান পাসপোর্ট বর্তমানেনেমে এসেছে ১২তম স্থানে। মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে তালিকার ১২তম স্থানে অ্যামেরিকা।
বর্তমানে অ্যামেরিকার পাসপোর্ট দিয়ে ২২৭টি গন্তব্যের মধ্যে ১৮০টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ তালিকায় সিঙ্গাপুর দখল করেছে শীর্ষস্থান। দেশটির নাগরিকরা এখন বিশ্বের ১৯৩টি গন্তব্যে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পাচ্ছেন। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, যাদের ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে ১৯০টি দেশে। তৃতীয় স্থানে আছে জাপান, ১৮৯টি গন্তব্যে প্রবেশাধিকারের সুযোগ নিয়ে।
দ্য ইকোনমিকস টাইমসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) এর তথ্যের ভিত্তিতে এ সূচক প্রস্তুত করা হয়েছে।
অ্যামেরিকার পাসপোর্ট এবার ১০ম স্থান থেকে নেমে এসেছে ১২তম স্থানে। ভিসামুক্ত প্রবেশাধিকারের কিছু পরিবর্তনের কারণেই এই পতন হয়েছে। চলতি বছরের এপ্রিলে ব্রাজিলে ভিসামুক্ত প্রবেশাধিকার বাতিল হওয়া এবং চীনের সম্প্রসারিত ভিসামুক্ত তালিকায় অ্যামেরিকার নাম না থাকা—এই দুটি সিদ্ধান্ত এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।
এছাড়া পাপুয়া নিউগিনি ও মিয়ানমারের নীতিগত পরিবর্তন অ্যামেরিকার স্কোর আরও কমিয়ে দেয়। সম্প্রতি সোমালিয়ার ই-ভিসা চালু এবং ভিয়েতনামের নতুন ভিসামুক্ত তালিকা থেকে অ্যামেরিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অ্যামেরিকার পাসপোর্টকে শীর্ষ ১০ তালিকা থেকে পুরোপুরি ছিটকে দিয়েছে।
২০১৫ সালে হেনলি পাসপোর্ট ইনডেক্সের শীর্ষে থাকা ব্রিটেনের পাসপোর্ট এখন নেমে এসেছে তার সর্বনিম্ন অবস্থানে। চলতি বছরের জুলাই পর্যন্ত ষষ্ঠ স্থানে থাকা দেশটি সর্বশেষ র্যাংকিংয়ে অষ্টম স্থানে চলে গেছে।
অন্যদিকে, গত এক দশকে উল্লেখযোগ্য উন্নতি করেছে চীন। ২০১৫ সালে ৯৪তম স্থানে থাকা দেশটি ২০২৫ সালে উঠে এসেছে ৬৪তম স্থানে। এই সময়ে চীন ভিসামুক্ত ভ্রমণ সুবিধা বাড়িয়েছে ৩৭টি নতুন গন্তব্যে।
হেনলি ওপেননেস ইনডেক্সেও চীনের অবস্থান উন্নত হয়েছে। দেশটি এখন ৬৫তম স্থানে, যেখানে তারা ৭৬টি দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিচ্ছে—যা অ্যামেরিকার চেয়ে ৩০টি দেশ বেশি।
হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫ অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট ৩ ধাপ নিচে নেমে ১০০তম অবস্থানে রয়েছে। এছাড়া, শেনজেন ভিসা প্রত্যাখ্যানের হার-এ বাংলাদেশ ৪৩ দশমিক ৩ শতাংশ নিয়ে পাকিস্তান ও সিরিয়ার পরের অবস্থানে রয়েছে।