মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা (পিআর) মর্যাদা এবং অন্যান্য সুবিধা লাভের উদ্দেশ্যে বিদেশিরা ভুয়া বা চুক্তিভিত্তিক বিয়ে করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এই ধরনের অপরাধে জড়িতদের গ্রেপ্তার, জেল, এবং বিচার ও সাজা শেষে কালো তালিকাভুক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক সাক্ষাৎকারে এই কঠোর সতর্কবার্তা দেন।
তিনি জানান, বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলোর কিছু বিদেশির মধ্যে স্থানীয় নারীদের সঙ্গে ভুয়া বিয়ের মাধ্যমে ব্যাংক ঋণ, ব্যবসার অনুমতি ও অন্যান্য সুবিধা নেওয়ার প্রবণতা বাড়ছে। এই সম্পর্কগুলো কেবল ব্যক্তিগত সুবিধা আদায়ের পর ভেঙে ফেলা হচ্ছে, যা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
জাকারিয়া শাবান বলেন, “পাস বা অভিবাসন সুবিধার অপব্যবহার একটি গুরুতর অপরাধ। পরিবার গঠনের উদ্দেশ্য ছাড়া কেবল ব্যবসা বা অবৈধ বসবাসের জন্য বিয়ের মর্যাদা ব্যবহার করা হলে তা তদন্ত করা হবে এবং প্রমাণ মিললে কঠোর শাস্তি দেওয়া হবে।” অভিবাসন বিভাগ ইতোমধ্যে পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে যৌথ অভিযান চালাচ্ছে। সন্দেহজনক দম্পতিদের বাড়িতে এবং কর্মস্থলে আকস্মিক পরিদর্শন, সাক্ষাৎকার ও নথি যাচাইয়ের মাধ্যমে এই ধরনের প্রতারণা শনাক্ত করা হচ্ছে। মালয়েশিয়া সরকার বারবার সতর্ক করে বলেছে, ‘বিয়ে কখনোই ব্যবসার টিকিট নয়, ভুয়া বিয়ের মাধ্যমে সুবিধা নেওয়া হলে কঠোর শাস্তি অনিবার্য।’