পছন্দের বেতন কাঠামোর পাশাপাশি রয়েছে অবসর সুবিধা, স্বাস্থ্যবিমা ও স্থায়ী চাকরির নিশ্চয়তা। নিউ ইয়র্ক সিটিতে ৮০টি এজেন্সির মাধ্যমে চাকরির সুযোগ করে দিচ্ছে ডিপার্টমেন্ট অব সিটিওয়াইড অ্যাডমিনেস্ট্রেটিভ সার্ভিস বা ডিকাস।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা অনুসারে পাঁচটি বরোতে যেকেনো প্রার্থী শর্ত পূরণ করে শিক্ষা, স্বাস্থ্য, গণপরিবহন, পরিবেশ, তথ্যপ্রযুক্তি, প্রশাসন ও সামাজিক সেবা খাতে লুফে নিতে পারেন সরকারি চাকরির সুযোগ।
চলতি মাসে নিউ ইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব সিটি ওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস-ডিকাসের মাধ্যমে প্রায় ৮০টি সিটি এজেন্সিতে সহস্রাধিক পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
শিক্ষা, স্বাস্থ্য, গণপরিবহন, পরিবেশ, তথ্যপ্রযুক্তি, প্রশাসন ও সামাজিক সেবা খাতে থাকছে চাকরির এ সুযোগ।
পছন্দের বেতন কাঠামোর পাশাপাশি রয়েছে অবসর সুবিধা, স্বাস্থ্যবিমা ও স্থায়ী চাকরির নিশ্চয়তা।
জব এজেন্সির চাকরির মধ্যে রয়েছে পুলিশ অফিসার, অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট, যুব উন্নয়ন বিশেষজ্ঞ নিয়োগ।
আগামী ১৮ সেপ্টেম্বর রয়েছে ইয়ুথ ডেভলপমেন্ট স্পেশালিস্ট হায়ারিং ইভেন্ট। এ ছাড়া ১৯ সেপ্টেম্বর ব্রুকলিনে সিটি জব অ্যাপ্লিকেশন ওয়ার্কশপ ও ৩০ সেপ্টেম্বর রয়েছে চায়না টাউন ম্যানপাওয়ার প্রজেক্ট জব ফেয়ার।
এ ছাড়াও সিভিল সার্ভিসে চাকরির জন্য ২৩ সেপ্টেম্বরের মধ্যে এয়ার পলিউশন ইন্সপেক্টর, কাস্টমার ইনফরমেশন রিপ্রেজেন্টেটিভ, ট্রাফিক কন্ট্রোল ইন্সপেক্টর, এলিভেটর মেকানিক পদে আবেদন করা যাবে।
সরকারি চাকরিতে আগ্রহীরা এখনই আবেদন করতে পারেন অনলাইনে। আবেদন করতে হবে সিটি-ডিকাস–এর অফিশিয়াল ওয়েবসাইটে।
কিছু পদের জন্য সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হবে। আবার কিছু পদে সরাসরি অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বিভিন্ন বয়সী চাকরিপ্রার্থীরা।
এ ধরনের চাকরির সুযোগ শুধু কর্মসংস্থান নয়, শহরের সেবাদান ও উন্নয়ন কার্যক্রমে আনবে নতুন গতি।