দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মনে করে, ‘কিম জু এ’ নাকি কিম জং উনের উত্তরসূরী। যদিও কিম জং উনের পরিবার চায় না যে তাদের সম্পর্কে বিশ্বের মানুষ কিছু জানুক। তাই তাদের সম্পর্কে আসলে কোনো তথ্যই নিশ্চিতভাবে জানা যায় না।
ধারণা করা হয় কিম জং উন আর তার স্ত্রী স্ত্রী রি সোল জুয়ের তিন সন্তান রয়েছে। তাদের মধ্যে কিম জু এ দ্বিতীয়। তবে কিম জু এ সত্যিই দ্বিতীয় কিনা তা নিয়ে কেউই নিশ্চিত নন।
এমন কি কিম জং উনের আসলে তিন সন্তান আছে কিনা সে বিষয়ে কোনো সুনিশ্চিত তথ্য বিশ্ব মিডিয়ার কাছে নেই। কিম জং উন এখন পর্যন্ত কিম জু একেই জনসম্মুখে এনেছেন। তার অন্য কোনো সন্তানকে মিডিয়া বা জনসম্মুখে দেখা যায়নি।
কিমের এই মেয়ের কথা প্রথম জানা যায় ২০১৩ সালে। উত্তর কোরিয়ায় নিয়মিত সফর করা বাস্কেট খেলোয়ার ডেনিস রড ম্যান ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে, কিম জং উনের সঙ্গে দেখা হওয়ার সময় তিনি তার মেয়ে কিম জু একে সাথে রেখেছিলেন।
কিম জু একে জনসম্মুখে প্রথমবার দেখা যায় ২০২২ সালে। সে সময় তার বাবার সাথে একটি মিসাইল লঞ্চ-এর অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। এর পরের বছর থেকে তাকে নিয়মিত দেখা যেতে থাকে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে। উত্তর কোরিয়ার বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ হতে থাকে তার ছবি।
২০২২ সালের পর থেকে নিয়মিত বাবার সাথে দেখা যেতে থাকে কিম জু একে। অস্ত্রের মহরা হোক কিংবা মিলিটারি প্যারেড কিংবা মিসাইল নিক্ষেপ সব অনুষ্ঠানেই বাবার সাথে আয়োজনের মধ্যমণি হিসেবে দেখা যেতে থাকে তাকে। উচ্চ পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হতে শুরু করেন তিনি।
২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা তাদের অনুমান প্রকাশ করে যে, কিম জং উনের মেয়ে ঘোড়া চালাতে, স্কিইং করতে আর সাঁতার কাটতে বেশ পছন্দ করেন। উত্তর কোরিয়ার পিয়ংইয়ং এর বাড়িতে থেকেই তিনি পড়ালেখা করেছেন। দক্ষিণ কোরিয়ার দোয়েন্দা সংস্থা সে সময় ধারণা করে যে- কিম জু-এর বয়স দশ বছর।
এবার চীন সফরের সময় কিম জং উনের সাথে মেয়ে কিম জু একে দেখা যাওয়ার পর থেকে শোনা যাচ্ছে, তিনিই হতে যাচ্ছেন কিম জং উনের উত্তরসূরী। আর সে রকম হলে কট্টর পুরুষতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত উত্তর কোরিয়া হয়তো প্রথম বারের মতো একজন নারী নেত্রী পেতে যাচ্ছে।