1. [email protected] : চলো যাই : cholojaai.net
অবৈধ অভিবাসীদের নিয়ে মিলিয়ন মিলিয়ন ডলারের বাণিজ্য
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

অবৈধ অভিবাসীদের নিয়ে মিলিয়ন মিলিয়ন ডলারের বাণিজ্য

  • আপডেট সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

চলতি অর্থবছরে এসব প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে কয়েক গুণ, তবে সরকারি তহবিল থেকে ঠিকমতো অর্থছাড় হলেও বেসরকারি আটক কেন্দ্রগুলোর ভেতরকার পরিস্থিতি মানবেতর বলে সংবাদ প্রকাশ করেছে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির সুযোগ নিয়ে বিপুল মুনাফা অর্জন করছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো।

চলতি অর্থবছরে এসব প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে কয়েক গুণ, তবে সরকারি তহবিল থেকে ঠিকমতো অর্থছাড় হলেও বেসরকারি আটক কেন্দ্রগুলোর ভেতরকার পরিস্থিতি মানবেতর বলে সংবাদ প্রকাশ করেছে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

সমালোচকরা বলছেন, বেশি লাভের আশায় অভিবাসীদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করছে ট্রাম্প প্রশাসনের মদদপুষ্ট বেসরকারি আটক কেন্দ্রগুলো।

কঠোর অভিবাসন নীতির আওতায় বছরে প্রায় এক মিলিয়ন বা ১০ লাখ অবৈধ অভিবাসীকে বিতাড়ণের লক্ষ্য ঠিক করেছে ট্রাম্প প্রশাসন। এ উদ্দেশ্যে বরাদ্দ রাখা হয়েছে বিপুল অর্থ।

অভিবাসন কর্মসূচির জন্য মোট বরাদ্দ ১৭০ বিলিয়ন ডলার। এ ছাড়াও অবৈধ আটক কেন্দ্রগুলোর ক্ষমতা বাড়াতে ৪৫ বিলিয়ন ডলার বরাদ্দের পাশাপাশি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের চার বছরে খরচের জন্য রাখা হয়েছে ৭৫ বিলিয়ন ডলার।

দুইশটিরও বেশি কেন্দ্রে আটক প্রায় ৬০ হাজার অভিবাসী ও অপরাধীর দেখাশোনার দায়িত্ব রয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের অভিবাসন নীতি কার্যকরের পর থেকেই ফুলেফেঁপে উঠেছে এসব কোম্পানি।

ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার পর কোরসিভিক ও জিও গ্রুপের কোম্পানিগুলোর মালিকানাধীন শেয়ারের দাম বেড়ে যায় আচমকায়।

বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে কোরসিফিকের আয় আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেড়ে হয়ে যায় প্রায় ১৭৭ মিলিয়ন ডলার।

অন্যদিকে গত বছর সাড়ে ৩২ মিলিয়ন ডলার ক্ষতির পর এবার প্রায় ৩০ মিলিয়ন ডলার লাভ করেছে জিও গ্রুপ।

এতসব আর্থিক লাভ ও ফেডারেল বরাদ্দের পরও আটক কেন্দ্রগুলোতে বন্দিদের চিকিৎসায় অবহেলা এবং খাদ্যের অভাবসহ বিভিন্ন ধরনের অপব্যবহারের অভিযোগ রয়েছে।

সমালোচকরা বলছেন, আরও লাভের আশায় আটকৃতদের মৌলিক অধিকার উপেক্ষা করছে কোম্পানিগুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com