1. [email protected] : চলো যাই : cholojaai.net
ভিসাধারী সাড়ে ৫ কোটি বিদেশিকে যাচাই-বাছাই
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

ভিসাধারী সাড়ে ৫ কোটি বিদেশিকে যাচাই-বাছাই

  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

স্টেইট ডিপার্টমেন্ট এপিকে জানায়, বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকসহ অ্যামেরিকার সব ভিসাধারী ‘অব্যাহত যাচাই-বাছাই’ প্রক্রিয়ায় থাকবেন। এর মাধ্যমে তারা অ্যামেরিকায় প্রবেশ কিংবা বসবাসের অনুমোদনের অযোগ্য কি না, সেটা খতিয়ে দেখা হবে। যেকোনো ধরনের নিয়ম লঙ্ঘন খতিয়ে দেখতে অ্যামেরিকার ভিসাধারী সাড়ে পাঁচ কোটি বিদেশির বিষয়ে যাচাই-বাছাই চালাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

অ্যাসোসিয়েটেড প্রেস-এপি জানায়, প্রশাসন বৃহস্পতিবার বৈধ অ্যামেরিকান ভিসাধারীদের বিষয়ে এ সিদ্ধান্তের কথা জানায়। বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে প্রশাসন বিদেশিদের বিতাড়ন করতে পারে।

এ বিষয়ে করা প্রশ্নের লিখিত জবাবে স্টেইট ডিপার্টমেন্ট এপিকে জানায়, বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকসহ অ্যামেরিকার সব ভিসাধারী ‘অব্যাহত যাচাই-বাছাই’ প্রক্রিয়ায় থাকবেন। এর মাধ্যমে তারা অ্যামেরিকায় প্রবেশ কিংবা বসবাসের অনুমোদনের অযোগ্য কি না, সেটা খতিয়ে দেখা হবে।

স্টেইট ডিপার্টমেন্ট জানায়, কোনো বিদেশি প্রবেশ অনুমোদনের অযোগ্য হলে তার ভিসা বাতিল করা হবে। অন্যদিকে কেউ বসবাসের অনুমোদনের যোগ্য না হলে তাকে অ্যামেরিকা থেকে বিতাড়ন করা হবে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার প্রশাসন অ্যামেরিকায় অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিতাড়নে নজর দিয়েছে।

স্টেইট ডিপার্টমেন্টের অব্যাহত যাচাই-বাছাই প্রক্রিয়ার আওতা ব্যাপক। এর মাধ্যমে অ্যামেরিকায় বসবাসের অনুমোদন পাওয়া লোকজনও হঠাৎ তার অনুমতি বাতিল দেখতে পারেন।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির তথ্য অনুযায়ী, গত বছর অ্যামেরিকায় গ্রিন কার্ডধারী ছিলেন এক কোটি ২৮ লাখ। এ ছাড়া অস্থায়ী ভিসায় দেশে ছিলেন ৩৬ লাখ মানুষ।

মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের অ্যামেরিকাকেন্দ্রিক অভিবাসন নীতি কর্মসূচির সহযোগী পরিচালক জুলিয়া গেলাত এপিকে জানান, সাড়ে পাঁচ কোটি মানুষকে যাচাই-বাছাইয়ের অর্থ হলো মাল্টিপল এন্ট্রি পর্যটক ভিসাধারী কিছু মানুষ বর্তমানে অ্যামেরিকার বাইরে আছেন।

যারা কখনও অ্যামেরিকায় ফিরবেন না, তাদের বিষয়ে সম্পদ ব্যয়ের গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলেন এ তিনি।

স্টেইট ডিপার্টমেন্ট জানায়, তারা ভিসায় নির্ধারিত সময়ের বাইরে অ্যামেরিকায় থাকা, অপরাধমূলক কর্মকাণ্ড, জননিরাপত্তার জন্য হুমকি, যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়া কিংবা সন্ত্রাসবাদী সংগঠনে সহায়তা দেওয়ার মতো অযোগ্যতার সূচকগুলো খুঁজছে।

ডিপার্টমেন্টটির ভাষ্য, যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে হাতে থাকা সব তথ্য পর্যালোচনা করা হবে। এসব তথ্যের মধ্য রয়েছে ভিসা দেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী কিংবা অভিবাসন কর্তৃপক্ষের কাছে থাকা নথিপত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com