আগামী ২৯ সেপ্টেম্বর থেকে চীনা পর্যটকদের দলীয় ভ্রমণের জন্য অস্থায়ী ভিসামুক্ত প্রবেশনীতি কার্যকর করবে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রধানমন্ত্রী কিম মিয়ন-সুক এই ঘোষণা দিয়েছেন। এই নীতি কার্যকর থাকবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।
নভেম্বর মাসে চীন দক্ষিণ কোরিয়ান নাগরিকদের জন্য একতরফা ভিসামুক্ত নীতি পরীক্ষামূলকভাবে চালু করার পর থেকে, চীন ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় ভ্রমণ দ্রুত বেড়েছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, চীন ও দক্ষিণ কোরিয়ার মানুষের মধ্যে ঘনিষ্ঠ বিনিময় পরস্পরের বোঝাপড়া বাড়াবে।
দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গিয়ংজুত। সেখানে অক্টোবর মাসের ৩১ থেকে ১ নভেম্বর পর্যন্ত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামের সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাদাভাবে আলোচনা করতে পারেন।
সূত্র: রয়টার্স