1. [email protected] : চলো যাই : cholojaai.net
গুগল সার্চে শিক্ষার্থীদের জন্য এআই প্রযুক্তিতে একাধিক নতুন সুবিধা চালু
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

গুগল সার্চে শিক্ষার্থীদের জন্য এআই প্রযুক্তিতে একাধিক নতুন সুবিধা চালু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

পড়াশোনার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা আরও সহজ করতে গুগল তাদের সার্চের এআই মোডে যুক্ত করেছে বেশ কিছু নতুন ফিচার। এসব সুবিধা এখন থেকে ব্যবহারকারীরা কম্পিউটার থেকে সহজেই উপভোগ করতে পারবেন। বিশেষ করে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আনা হয়েছে ছবি বিশ্লেষণ ও প্রশ্নোত্তরের সুবিধা।

গুগল জানায়, এখন থেকে এআই মোড ব্যবহারকারীরা যেকোনো ছবি আপলোড করে তার সম্পর্কে প্রশ্ন করতে পারবেন। উদাহরণস্বরূপ, গণিতের জটিল কোনো সমীকরণ, উদ্ভিদের ছবি কিংবা যেকোনো নির্দিষ্ট বস্তুর অংশ এআই প্রযুক্তি সেটা বিশ্লেষণ করে প্রাসঙ্গিক উত্তর দিতে পারবে। যদিও সুবিধাটি গত এপ্রিলে পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল, এবার তা বিশ্বের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

শুধু ছবি বিশ্লেষণ নয়, সামনে আরও এক ধাপ এগিয়ে রিয়েল টাইম ক্যামেরা শেয়ারিং সুবিধা চালুর পরিকল্পনা করছে গুগল। এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করে সরাসরি দৃশ্যের বিষয়ে প্রশ্ন করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে উত্তর পেয়ে যাবেন। ‘সার্চ লাইভ’ প্রযুক্তির ভিত্তিতে তৈরি এ সুবিধাটি আপাতত যুক্তরাষ্ট্রে কিছু নির্ধারিত ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

এছাড়া গুগল জানিয়েছে, এআই মোডে খুব শিগগিরই পিডিএফ ফাইল আপলোড এবং গুগল ড্রাইভ থেকে নথি সরাসরি ড্রাগ করে এআই বিশ্লেষণের সুযোগ থাকবে। এতে শিক্ষার্থীরা তাদের নিজের সংগ্রহে থাকা পাঠ্যসামগ্রী নিয়েও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিতে পারবেন, যা পড়াশোনাকে আরও কার্যকর ও স্বচ্ছন্দ করে তুলবে।

অন্যদিকে, গুগল ক্রোম ব্রাউজারেও এআই ভিত্তিক একটি নতুন ফিচার যুক্ত হচ্ছে, যার মাধ্যমে ওয়েবপেজের সারসংক্ষেপ এক ক্লিকে দেখা যাবে। ঠিকানা বারে ক্লিক করলে ‘Ask Google About This Page’ নামে একটি অপশন পাওয়া যাবে, যেটি সিলেক্ট করলেই ওয়েবপেজটির সারাংশ ব্রাউজারের সাইডবারে প্রদর্শিত হবে। শিক্ষা ও তথ্য খোঁজার অভ্যাসে এআই প্রযুক্তির এই উন্নত সুবিধাগুলো শিক্ষার্থীদের জন্য একটি বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com