1. [email protected] : চলো যাই : cholojaai.net
অচেনা ফোনকলে বোমা হুমকি, থেমে গেল বিমান বাংলাদেশের ফ্লাইট
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

অচেনা ফোনকলে বোমা হুমকি, থেমে গেল বিমান বাংলাদেশের ফ্লাইট

  • আপডেট সময় শনিবার, ১২ জুলাই, ২০২৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা থাকার হুমকি দেওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম উদ্বেগ ও সতর্কতা তৈরি হয়।

অচেনা নম্বর থেকে আসা একটি ফোনকলে এ হুমকি জানানো হয়, ফলে শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকা বিজি-৩৭৩ ফ্লাইটটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।

ফ্লাইটটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। উড্ডয়নের প্রস্তুতির সময়েই অজ্ঞাত একটি সূত্র থেকে বোমা থাকার বার্তা আসে। সঙ্গে সঙ্গে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয় এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়।

ডগ স্কোয়াড নিয়ে ফ্লাইটে উঠছে ক্রাইসিস রেসপন্স টিম ও কে৯ । ছবি : জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট থেকে
ডগ স্কোয়াড নিয়ে ফ্লাইটে উঠছে ক্রাইসিস রেসপন্স টিম ও কে৯ । ছবি : জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট থেকে

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর গণমাধ্যমকে জানান, “একটি অচেনা নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয় যে ফ্লাইটে বোমা রয়েছে। আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে যাত্রীদের সরিয়ে নেই। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।”

সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রীদের দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।  ছবি : জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট থেকে
সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রীদের দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। ছবি : জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট থেকে

বোমা হুমকির খবর পাওয়ার পরপরই বিমানবন্দরের ক্রাইসিস রেসপন্স টিম ও কে৯ ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজে তল্লাশি শুরু করে। আতঙ্ক ছড়িয়ে পড়লেও যাত্রীদের মধ্যে কেউ আহত হননি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম জানান, “ফ্লাইটে থাকা সব যাত্রীকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এখন বোম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি চালাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে সব সংশ্লিষ্ট সংস্থাই কাজ করছে।”

বিমানবন্দর সূত্রে জানা গেছে, যেহেতু এটি একটি আন্তর্জাতিক ফ্লাইট, তাই হুমকির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কারা এই হুমকি দিয়েছে, তাদের উদ্দেশ্য কী—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com