মধ্যপ্রাচ্যের দেশ ওমানের বিমানবন্দরগুলোতে নতুন ফ্লাইট চালুর মাধ্যমে বিমান যোগাযোগ আরও বাড়ছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) জানিয়েছে, ওমানের পর্যটন ও অর্থনীতিকে উৎসাহিত করতে তারা নতুন আন্তর্জাতিক রুট চালুর অনুমতি দিচ্ছে।
সিএএ এক বিবৃতিতে জানিয়েছে, তারা রাশিয়ার রেড উইংস এয়ারলাইন্সকে ২২ জুন থেকে মাস্কাট ও রাশিয়ার পর্যটন শহর সোচির মধ্যে সাপ্তাহিক ফ্লাইট চালুর অনুমোদন দিয়েছে।
ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক সংযোগ বাড়ানোর পাশাপাশি অর্থনীতি ও পর্যটনে ইতিবাচক প্রভাব ফেলবে।
ওমান বিমানবন্দর আরও জানিয়েছে, ‘রেড উইংসের অনুমতির জন্য আমরাসিএএ-কে ধন্যবাদ জানাই। এই সংযোজন আমাদের ফ্লাইট নেটওয়ার্ককে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।’
অন্য এক ঘোষণায় ওমান বিমানবন্দর জানিয়েছে, ভারতের স্বল্পমূল্যের বিমান সংস্থা ইন্ডিগো মাস্কাট ও ভারতের কেরালার কান্নুর শহরের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে। গত সপ্তাহে চালু হওয়া এই রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট চলবে। এতে যাত্রীদের জন্য ভ্রমণের সুবিধা বাড়বে এবং ওমানের সঙ্গে দক্ষিণ ভারতের সংযোগ আরও মজবুত হবে।
এই নতুন ফ্লাইটগুলো চালুর উদ্যোগ ওমানের বিমান চলাচল বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংযোগ উন্নয়নের বৃহত্তর পরিকল্পনার অংশ।
তবে সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫ সালের মার্চ মাসে ওমানের বিমানবন্দরগুলোর যাত্রী সংখ্যা আগের বছরের তুলনায় ৮.৫% কমে গেছে। ২০২৫ সালের মার্চে যাত্রী সংখ্যা ছিল ৩.৫৪ মিলিয়ন, যেখানে ২০২৪ সালের মার্চে তা ছিল ৩.৮৪ মিলিয়ন।
এর মধ্যে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর ছিল প্রধান কেন্দ্র, যেখানে এক মাসেই ৩.১৮ মিলিয়ন যাত্রী যাতায়াত করেছেন।