বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

বাঙালি পর্যটকের অভাবে কলকাতায় ব্যবসায়ীদের মাথায় হাত

  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

একটা সময় ঈদের আগে সাধারণ ক্রেতাদের ভিড়ে মুখরিত থাকতো কলকাতার নিউমার্কেট চত্বর। কিন্তু চলতি বছরের ঈদের আগে বাংলাদেশি পর্যটকের অভাবে জমেনি কলকাতার নিউমার্কেট চত্বরের ঈদের বাজার।

কলকাতা

নিউমার্কেট চত্বরের বিভিন্ন ছোট-বড় জামাকাপড়ের দোকান থেকে শুরু করে রাস্তার দু’ধারে সব ব্যবসায়ী নির্ভর করে সীমান্তবর্তী গ্ৰাহকদের ওপর। তবে চলতি বছরের ঈদে পদ্মাপাড়ের মানুষ কলকাতায় না থাকায় বিক্রেতারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

নিউমার্কেটে প্রবেশের মুখেই আব্দুল রাজ্জাকের ছোট একটি জামা-কাপড়ের দোকান। ঈদের বাজারে একটু ভালো ব্যবসার লোভে বেশি করে জামা কাপড় পাইকারিতে কিনেছেন তিনি। কিন্তু বাংলাদেশের পর্যটক নেই তাই আব্দুলের মাথায় হাত।

কলকাতা

তিনি জানিয়েছেন, বাংলাদেশিরা আসছে না তাই ঈদের বাজার একদম নেই। যাও একটু কেনাকাটা হচ্ছে তা স্থানীয়দের জন্য। বাংলাদেশি পর্যটক একদম আসছে না।

আব্দুর রাজ্জাক আরও বলেন, বাংলাদেশীদের জন্যই নিউমার্কেটের ব্যবসা চলছিল। তারা এখন আসছে না অনেক লোকসান হচ্ছে আমাদের।

কলকাতার নিউমার্কেটের বেশ পরিচিত কাপড়ের দোকান ‘মিলন’। সারা বছর এই দোকানে বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকতো। প্রত্যেক বছরই ঈদের বাজারের প্রায় ৮০ শতাংশই বাংলাদেশি পর্যটকের ওপর নির্ভরশীল মিলন। এখন বাংলাদেশি ক্রেতা নেই। ভিসা সমস্যার কারনে বাংলাদেশি পর্যটক কলকাতায় আসছে না। ফলে তারা হতাশ।

মিলনের ব্যবস্থাপক চুনিলাল উমরানিয়া জানিয়েছেন, বাংলাদেশি না থাকায় আমাদের বেচাকেনা কম হয়েছে। স্থানীয় ক্রেতাদের ওপর নির্ভর করতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com