সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগাল অনিয়মিত অভিবাসীদের জন্য স্বর্গরাজ্য হিসাবে পরিচিত ছিল৷ কিন্তু গত বছর থেকে অভিবাসন নীতি কঠোর করেছে লিসবন৷
দেশটির রাজনীতিতেও বেড়েছে অতি ডানদের দাপট৷
নতুন সিদ্ধান্ত অনুসারে, রেসিডেন্স পারমিটের যেসব আবেদন প্রয়োজনীয় সব কাগজপত্রসহ জমা হবে না, সেগুলো গ্রহণ করা হবে না৷
রেসিডেন্স পারমিটের প্রথম আবেদন অথবা নবায়নের ক্ষেত্রে এই সিদ্ধান্ত আগামী ২৮ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এজেন্সি ফর ইন্টিগ্রেশন, মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম (আইমা)৷
সংস্থাটি ২২ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পর্তুগালে বিদেশিদের জন্য নির্ধারিত নির্দিষ্ট ‘ফরেইনার্স ল’ অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হবে৷
পর্তুগিজ দৈনিক পাবলিকোর তথ্য অনুযায়ী, যেসব আবেদন দেশটির ২০০৭ সালের অভিবাসন আইন (আইন নং ২৩/২০০৭) অনুযায়ী জমা পড়বে না সেগুলো বাতিল বলে গণ্য হবে৷ আগে এসব ক্ষেত্রে কর্তৃপক্ষ কিছুটা শিথিল ছিল৷
কিন্তু এখন থেকে কোনো অভিবাসীর আবেদন অসম্পূর্ণ হলে আবেদনকারীকে আবার পুনরায় প্রথম থেকে আবেদন জমা দিতে হবে৷
বর্তমান আইনে পর্তুগালে কোনো রেসিডেন্স সংক্রান্ত আবেদনে ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে সমস্যা সমাধানে ১০ কার্যদিবস সময় দেওয়া হয়৷ কিন্তু নতুন নিয়মে এই সুযোগ আর থাকছে না৷
আইমার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের উচিত প্রথম রেসিডেন্স আবেদন বা নবায়নের সময় প্রয়োজনীয় সব নথি সঙ্গে রাখা এবং কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা৷
সংস্থাটি বলেছে, প্রক্রিয়ার শুরুতেই সঠিক ও সম্পূর্ণ আবেদন জমা দেওয়া হলে দ্রুত তা নিষ্পত্তি করা সম্ভব৷
তবে আইমার এই নতুন সিদ্ধান্তকে ‘প্রশাসনিক নিয়ম লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন অভিবাসন আইনজীবী এলেইন লিনহারেস৷
তিনি বলেন, পর্তুগালের প্রশাসনিক কার্যবিধির ৭৭ নম্বর ধারায় বলা হয়েছে যেকোনো ঘাটতি বা ত্রুটি থাকলে প্রশাসন আবেদনকারীদের তা সংশোধনের সুযোগ দিতে বাধ্য৷
আরেক আইনজীবী কাতারিনা জুকারোও জানিয়েছেন, এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তারা, যারা পর্তুগিজ ভাষায় দুর্বল কিংবা জটিল প্রশাসনিক নিয়মে অভ্যস্ত নন৷
গোল্ডেন ভিসার জট কাটাতে ডিজিটাল প্রক্রিয়া
২০২৫ সালের জানুয়ারি থেকে গোল্ডেন ভিসা কার্যক্রম গতিশীল করতে আইমা বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করা শুরু করেছে৷
একইসাথে ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ ভাষার কাগজপত্র অনুবাদ ছাড়াই গ্রহণ করা হচ্ছে৷
এছাড়াও এখন থেকে গোল্ডেন ভিসা ক্যাটাগরিতে রেসিডেন্স পারমিটের ফি বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টের সময় পরিশোধ করা যাবে৷
আইমা জানিয়েছে, এ পদক্ষেপের মাধ্যমে প্রক্রিয়া আরো দ্রুত ও সহজ হবে৷
অভিবাসীদের উদ্বেগ
চলতি মাসে পর্তুগালে অবস্থারত বিভিন্ন দেশের অভিবাসীরা রেসিডেন্স পারমিট পাওয়ার দীর্ঘসূত্রতার প্রতিবাদে লিসবনের আইমা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন৷
পর্তুগালে অভিবাসীদের বড় একটি অংশ দক্ষিণ এশীয়, যাদের মধ্যে বাংলাদেশ, ভারত ও নেপালের নাগরিকেরা উল্লেখযোগ্য৷ তারা মূলত কৃষি, নির্মাণ ও রেস্টুরেন্ট খাতে কাজ করছেন৷
নতুন নিয়মে এসব খাতের শ্রমজীবী অভিবাসীদের জন্য রেসিডেন্স পারমিট পাওয়া আরও কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ
শেঙ্গেন নিউজ