কক্সবাজার-মহেশখালী নৌপথে যুক্ত হলো আধুনিক সি-ট্রাক। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে এর উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
উদ্বোধনের পরই সি-ট্রাকটি মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে রওয়ানা হয় এবং মহেশখালী জেটিঘাটে পৌঁছায়। এসময় জেটিঘাটে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমায়। এই সি-ট্রাকের নাম দেওয়া হয়েছে ‘এসটি ভাষা শহীদ জব্বার’।
সংশ্লিষ্টরা মনে করছেন, সি-ট্রাকের মাধ্যমে ৯ কিলোমিটার দীর্ঘ এই নৌপথে মহেশখালী দ্বীপের ৪ লাখ বাসিন্দা ও পর্যটকদের ভোগান্তি কমবে। নিরাপদ যাতায়াত নিশ্চিত হওয়ায় বাড়বে পর্যটক।
এসময় নৌপরিবহন উপদেষ্টা জানান, বিআইডব্লিউটিএর প্রস্তাবিত ভাড়া ৫০ টাকা থেকে কমিয়ে পুননির্ধারন করা হয়েছে।
এক্ষেত্রে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাট থেকে মহেশখালী যেতে একজন যাত্রীকে দিতে হবে ৩৫ টাকা ভাড়া। অন্যদিকে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে মহেশখালী যেতে ৩০ টাকা গুনতে হবে। এর বাইরে একবার ঘাটে টোল দিতে হবে ৫ টাকা।
নৌপথটিতে প্রতিদিন তিনবার করে যাওয়া-আসা করবে ২৫০ যাত্রী ধারণক্ষমতার সি-ট্রাক। সি-ট্রাক চলাচলের সময়ও চূড়ান্ত হয়েছে।
কক্সবাজার থেকে প্রতিদিন সকাল সাড়ে ৮টা, দুপুর ১২টা এবং সন্ধ্যা ৬টায় মহেশখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে সি-ট্রাক। মহেশখালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে প্রতিদিন সকাল সাড়ে ৭টা, বেলা ১১টা এবং বিকেল ৫টায়।