বাংলাদেশে আবারও সোনার দাম বেড়েছে। দাম এতটাই বেড়েছে যে, তা আন্তর্জাতিক বাজারের দামের চেয়েও অনেক বেশি। আর এতে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও চিন্তায় পড়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই দামের পার্থক্য নতুন কিছু নয়।
গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশে সোনার দাম একটানা বেড়েই চলেছে। এর পেছনে মূল কারণ—দেশের অভ্যন্তরীণ চাহিদা আর বৈধ পথে সোনার সরবরাহের মধ্যে বড় ফারাক। বৈধভাবে আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে ব্যবসায়ীরা বাধ্য হয়ে স্থানীয় উৎসের ওপর নির্ভর করছেন।অনেক উৎস বৈধ নয়। ফলে বাজারে ঠিকঠাক নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না।বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এখন ১ হাজার ৪১৪ মার্কিন ডলার। তুলনামূলকভাবে ভারতে এই পরিমাণ সোনার দাম ১ হাজার ১৮৯ ডলার আর দুবাইয়ে ১ হাজার ১৩৭ ডলার।
বাংলাদেশি টাকায় হিসাব করলে, দেশে প্রতি ভরি সোনার দাম এখন প্রায় ১ লাখ ৭২ হাজার টাকা। অথচ ভারতে একই ভরি সোনা প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকায় পাওয়া যায়, আর দুবাইয়ে সেটি আরও কম—প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা।চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম, এ কারণে সোনার দাম বাড়ছে হু-হু করে। অনেকেই সোনা সংগ্রহ ও বিক্রির ক্ষেত্রে নিয়ম না মেনে কাজ করছেন, এতে সমস্যা আরো বেড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।