বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

নিউইয়র্কে জমজমাট কালচারাল নাইট অ্যাওয়ার্ডস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
জমকালো আয়োজনে নিউইয়র্কের কুইন্স প্যালেসে গত ২১ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হয়ে গেল এবাউট টাইম ইভেন্ট এনওয়াই-এর প্রথম কালচারাল নাইট অ্যাওয়ার্ডস। এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বহু তারকা, সংস্কৃতিকর্মী ও গুণীজনদের অংশগ্রহণে এক অনন্য সন্ধ্যা উপহার দেয়া হয়। অনুষ্ঠানে দর্শক মাতিয়ে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী এবং তরুণ প্রতিভাবান শিল্পী স্বপ্নীল সজীব। মনোমুগ্ধকর পরিবেশনায় ছিল নৃত্য, ফ্যাশন ও অন্যান্য সাংস্কৃতিক উপস্থাপনা।
এই কালচারাল অ্যাওয়ার্ড শিরোমনি প্রোগ্রামে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পান একঝাঁক গুণী শিল্পী ও পেশাজীবী। যারা অ্যাওয়ার্ড পেয়েছেন- সংগীতশিল্পী স্বপ্নীল সজীব, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, নৃত্যশিল্পী পারসা ইভানা, নৃত্যশিল্পী সৈয়দ বিন মাহমুদ, কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান (ওবায়দুর রহমান), সংগীতশিল্পী রেশমি মির্জা, বিউটি এক্সপার্ট সুমি রয়, উপস্থাপক শারমিনা সিরাজ সোনিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ার -এর সিইও শাহ নেওয়াজ।
বিশেষ অতিথি ছিলেন প্রবীণ অভিনেতা আহমেদ শরীফ এবং সংস্কৃতি সংগঠক ও ব্যবসায়ী নুরুল আমিন বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন গায়ক চার্লস অ্যান্থনি ব্রায়ান, ক্লাসিক্যাল হোমটেক্স ইন্ড. লিমিটেড-এর প্রতিষ্ঠাতা শামীম হোসেন, কণ্ঠশিল্পী রেশমী মির্জা এবং জনপ্রিয় কোরিওগ্রাফার পার্ল হোসেন।
অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্যের পাশাপাশি বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণ করা হয়, যা প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সংস্কৃতি ও কৃতিত্বকে উৎসাহিত করার এক অনন্য দৃষ্টান্ত। এই আয়োজন প্রমাণ করে, বাংলার সংস্কৃতি পৃথিবীর যেকোনো প্রান্তেই আলো ছড়াতে সক্ষম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com