ইতালির নতুন অভিবাসন নীতির আওতায় প্রথমবারের মতো আলবেনিয়া হয়ে এক অবৈধ বাংলাদেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইতালি।
শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি এক ফেইসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তবে তার নাম প্রকাশ করেননি তিনি।
‘কোতিদিয়ানো ন্যাশনালে’, ‘তিজিকম টোয়েন্টিফোর’ ও ‘রোমা’সহ দেশটির জাতীয় দৈনিকগুলোতে খবরটি প্রকাশিত হয়েছে।
খবরে স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি বলেন, “আলবেনিয়া থেকে যাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, তিনি একজন ৪২ বছর বয়সী বাংলাদেশি নাগরিক। তিনি ২০০৯ সাল থেকে ইতালিতে বসবাস করছেন এবং তার বিরুদ্ধে সামাজিক নিরাপত্তা নীতিমালা ভঙ্গসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।”
প্রথমবারের মতো একজন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোকে ‘মানবপাচারকারীদের বিরুদ্ধে বিশাল জয়’ উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতেও ইউরোপীয় ইউনিয়ন ও ইতালির তালিকাভুক্ত নিরাপদ দেশের নাগরিকদের ফেরত পাঠানোর এ ধারাবাহিকতা বজায় থাকবে।
গত ২৮ মার্চ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানোর বিষয়ে নতুন নিয়ম প্রকাশের পর মিলানসহ বেশ কয়েকটি শরণার্থী ক্যাম্পে অভিযান চালায় ইতালির প্রশাসন।
পরে মিলান ও তোরিনসহ ছয়টি ক্যাম্প থেকে ৪০ জনকে আটক করে চলতি মাসের ১১ তারিখ ইতালির পুলিয়া বিভাগের ব্রিনদিসি বন্দর থেকে ‘লা নাভে লিব্রা’ নামে একটি জাহাজে করে আলবেনিয়ায় পাঠানো হয়।
আলবেনিয়ায় পাঠানো ৪০ অভিবাসীর মধ্যে ঠিক কতজন বাংলাদেশি নাগরিক রয়েছেন এ বিষয়ে স্থানীয় প্রশাসন রোমের বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিক কোন তথ্য দেয়নি বলে জানান দূতাবাসের প্রথম সচিব সাইফুল ইসলাম।
তিনি বলেন, “স্থানীয় প্রশাসন ‘সম্ভাব্য বাংলাদেশি’ হিসেবে আখ্যায়িত করে কয়েকজনকে আলবেনিয়ায় হস্তান্তর করেছে। তবে এ বিষয়ে দূতাবাসে তারা কূটনৈতিকভাবে এখনো কিছু জানায়নি।”
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইতালির ক্ষমতায় আসেন জর্জা মেলোনির সরকার। এর ধারাবাহিকতায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানোর নিয়ম চালু করেন তিনি।