বিদেশে উচ্চশিক্ষার কথা ভাবলে অনেক শিক্ষার্থীরই প্রথম পছন্দের তালিকায় থাকে অস্ট্রেলিয়া। দেশটির শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অ্যাডিলেড ইউনিভার্সিটি বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের থেকে আবেদনপত্র আহ্বান করেছে—যা তাদের আন্তর্জাতিক শিক্ষাদানের সুযোগ ও মান উন্নয়নে সহায়তা করবে।
বিশ্ববিদ্যালয়টি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামে ভর্তির সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের। ‘গ্লোবাল অ্যাকাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন আর্থিক সহায়তা। এই স্কলারশিপের জন্য বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম, তাইওয়ান, কলম্বিয়া ও শ্রীলঙ্কার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩১ মে ২০২৫।
দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অবস্থিত অস্ট্রেলিয়ার দ্য ইউনিভার্সিটি অব অ্যাডিলেড ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির চারটি ক্যাম্পাস রয়েছে: অ্যাডিলেডের উত্তর টেরেস, রোজওয়ার্দি ক্যাম্পাস, উরব্রায় ওয়েট ক্যাম্পাস এবং মেলবোর্ন। বিশ্ববিদ্যালয়ের থেবার্টনে, অ্যাডিলেডের ন্যাশনাল ওয়াইন সেন্টারে ও সিঙ্গাপুরের এনজি অ্যান-অ্যাডিলেড শিক্ষাকেন্দ্রে স্যাটেলাইট ক্যাম্পাস রয়েছে। অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচটি অনুষদ রয়েছে।
সুযোগ-সুবিধা
প্রতিটি অনুষদে দুটি করে স্কলারশিপ দেওয়া হবে। স্কলারশিপ হিসেবে শিক্ষার্থীদের টিউশন ফির ৫০ শতাংশ খরচ দেওয়া হবে। তবে এই স্কলারশিপ অর্জনের জন্য শিক্ষার্থীর অ্যাকাডেমিক ফলাফল ATAR-৯৮ বা জিপিএ ন্যূনতম ৬.৮ থাকতে হবে।
আবেদনের যোগ্যতা
*অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের যে কোনো একটি কোর্সে ভর্তির সুযোগ অর্জন করতে হবে;
*ডিগ্রি শুরু হওয়ার আগে একটি প্রি-এনরোলমেন্ট ইংলিশ প্রোগ্রামে (PEP) অন্তর্ভুক্ত হতে হবে;
*স্নাতক প্রোগ্রামে ভর্তিরত শিক্ষার্থীদের ৯৯.৯৯ Raw ATAR বা সমমান থাকতে হবে;
*স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তিরত শিক্ষার্থীদের জিপিএ ৭-এর মধ্যে ৬.৯ বা সমমান থাকতে হবে;
আবেদনপদ্ধতি
ইউনিভার্সিটি অব অ্যাডিলেড গ্লোবাল অ্যাকাডেমিক এক্সিলেন্স স্কলারশিপের জন্য আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। বৃত্তিতে আবেদনের জন্য ভিন্ন কোনো ফরমও নেই। এই স্কলারশিপ সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতার প্রয়োজনীয়তা পূরণ করা সাপেক্ষে শিক্ষার্থীদের দেওয়া হবে। তবে এর জন্য আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করতে হবে।
আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মে ২০২৫।