1. [email protected] : চলো যাই : cholojaai.net
বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কবার্তা, পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষিদ্ধ
বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কবার্তা, পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষিদ্ধ

  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ ভ্রমণে ত্রিস্তরীয় (Level-3) সতর্কবার্তা জারি করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভ্রমণকারীদের তাদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। তথ্য সূত্র যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট লেভেল 3 ও লেভের 4

স্টেট ডিপার্টমেন্ট জানায়, যদিও ২০২৪ সালের অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশে সংঘর্ষ ও অস্থিরতা কিছুটা কমেছে, তবুও পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে। দেশজুড়ে হঠাৎ বিক্ষোভ বা সহিংসতার সম্ভাবনা এখনও রয়ে গেছে। শান্তিপূর্ণ জমায়েতও মুহূর্তে সহিংস হয়ে উঠতে পারে যা মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

এছাড়াও, রাজধানীসহ বড় শহরগুলোতে পকেটমারি, ডাকাতি, হামলা এবং মাদক পাচারের মতো অপরাধের প্রতি ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। যদিও বিদেশিদের লক্ষ্য করে অপরাধ সংঘটনের সুনির্দিষ্ট তথ্য নেই, তবুও এসব অপরাধ সময় ও স্থানভেদে ঘটছে।বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের (খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) জন্য সর্বোচ্চ স্তরের (Level-4) ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে সশস্ত্র সহিংসতা, সন্ত্রাসবাদ, অপহরণ ও বিচ্ছিন্নতাবাদী হামলার ঝুঁকি থাকায় মার্কিন নাগরিকদের জন্য পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অপহরণের অধিকাংশ ঘটনাই পারিবারিক বিরোধ বা ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘটে। এসব এলাকায় গুলি, বিস্ফোরণ এবং সহিংস রাজনৈতিক কর্মসূচির মতো ঘটনাও ঘটে থাকে।’

তবে কক্সবাজার এবং সিলেট অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তবে পার্বত্য এলাকায় ভ্রমণের আগে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পূর্বানুমতি নিতে হবে বলেও জানানো হয়েছে। মার্কিন কূটনৈতিক কর্মীদের জন্য ঢাকা শহরের কূটনৈতিক এলাকা ছাড়া অন্য কোথাও অপ্রয়োজনীয় চলাচল সীমিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com