এ গ্রাম চিরকাল সাদা রংয়ের বাড়িই দেখে এসেছে। শতাব্দী প্রাচীন এই গ্রামটি তার চারধারের গ্রামগুলির মতই ছিল। সাদামাটা গ্রামীণ জীবন। গ্রামের প্রতিটি বাড়ি সাদা রংয়ের ছিল। অন্য গ্রামের বাড়িগুলির মত।
কিন্তু ২০১১ সালে সব বদলে গেল। তাও রাতারাতি। গোটা গ্রামটা নীল হয়ে গেল। যা আজও রয়ে গেছে। এখন আবার এই নীল রংয়ের গ্রামটি দেখতে বহু পর্যটক ভিড় জমান এখানে। ২০১১ সালের আগে যে গ্রামকে কেউ চিনতই না, সেই গ্রাম কেবল তার নীল রংয়ের জন্য এখন অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র।
২০১১ সালে সোনি পিকচার্স একটি সিনেমা ‘স্মার্ফস’-এর প্রচারের জন্য এই গ্রামটিকে বেছে নেয়। সিনেমার প্রচারের কথা মাথায় রেখে গ্রামটির প্রতিটি বাড়ির রং সাদা থেকে নীল করে দেওয়া হয়।
এজন্য ৪ হাজার লিটার নীল রং দরকার পড়েছিল সে সময়। গ্রামটি নীল হয়েও যায়। কথা ছিল সিনেমার প্রচারের প্রয়োজনীয় কাজ শেষ হলে ফের তা সাদা করে দেওয়া হবে।