যেখানে সারাবছর পর্যটকদের আনাগোনা লেগে থাকে সেখানকার বাসিন্দাদের রোজগারের সম্ভাবনা উজ্জ্বল হয় এই পর্যটকদের হাত ধরেই। বেড়াতে এসে তাঁরা খরচে কার্পণ্য করেননা। যা স্থানীয় কর্মসংস্থান ও সার্বিক অর্থনীতির জন্য এক সদর্থক ভূমিকা পালন করে।
তাই যেখানে পর্যটকদের আনাগোনা বেশি সেখানকার বহু মানুষ এই পর্যটন শিল্পের সঙ্গে নিজেকে জড়িয়ে নেন যাতে তাঁদের আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় থাকে। কিন্তু সেই অর্থের হাতছানি ভুলে এখন স্পেনের ছবির মত সুন্দর দ্বীপ মালোর্কা-র বাসিন্দারা একেবারেই পর্যটকদের বরদাস্ত করতে পারছেন না।
ফলে সারাবছর এই দ্বীপে পর্যটকদের ভিড় লেগে থাকে। এখানকার হোটেলগুলি তো ভরা থাকেই, এমনকি এখানকার বহু বাড়িতেও মোটা টাকা খরচ করে পর্যটকরা কিছুদিন কাটিয়ে যান। যার প্রতিটিই কিন্তু স্থানীয়দের জন্য অর্থপ্রাপ্তির রাস্তা খুলে দেয়।