শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বিল গেটস সন্তানদের ১ শতাংশের কম সম্পদ দেবেন

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস তাঁর সম্পদের ১ শতাংশের কম অংশ তাঁর সন্তানদের দেওয়ার পরিকল্পনা করছেন। তিনি বিশ্বাস করেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের ওপর নির্ভরশীল হওয়ার চেয়ে সন্তানদের নিজের প্রচেষ্টায় সফল হওয়া উচিত। সম্প্রতি ‘ফিগারিং আউট উইথ রাজ শর্মা’ পডকাস্টে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এ কথা বলেন।

অনুষ্ঠানে এ বিষয়ে বিল গেটস তাঁর মূল্যবোধের কথা তুলে ধরেন। বিল গেটস বলেন, ধনী পরিবারগুলোতে তাদের উত্তরাধিকারের বিষয়টি বেশির ভাগ ক্ষেত্রে তাদের মূল্যবোধ অনুযায়ী হয়ে থাকে।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বলেন, প্রত্যেক ব্যক্তিরই তাঁর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। তাঁর সন্তানেরা বেশ ভালোভাবে বেড়ে উঠেছেন ও সুশিক্ষা পেয়েছেন। তবে তাঁরা সম্পদের ১ শতাংশের কম সম্পদ পাবেন।

বিল গেটস বলেন, ‘এটি কোনো রাজবংশের বিষয় নয়। আমি তাদের মাইক্রোসফট চালাতে বলছি না। আমি তাদের নিজেদের মতো করে আয় করার এবং নিজেকে সফল করে গড়ার সুযোগ দিতে চাই।’

বিল গেটস ও তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডার তিনটি সন্তান রয়েছে। তাঁরা হলেন রোরি গেটস, জেনিফার গেটস নাসার ও ফোয়েবে গেটস।

৬৯ বছর বয়সী বিল গেটস মি. শামানিকে বলেন, তিনি চান না তাঁর সন্তানেরা তাঁদের বাবার ‘বিপুল পরিমাণ সম্পদ ও সাফল্যের ছায়ায়’ বসবাস করুক। বরং তাঁরা নিজেদের মেধায় ‘তাৎপর্যপূর্ণ’ হয়ে উঠুক।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, বর্তমানে বিল গেটস ১৫ হাজার ৫০০ কোটি ডলারের মালিক। এই সম্পদের ১ শতাংশ হচ্ছে ১৫৫ কোটি ডলার। গেটসের তিন সন্তান তাঁদের বাবার মতো বিপুল পরিমাণ সম্পদের মালিক না হলেও তাঁদের এই সম্পদও তাঁদের বিশ্বের ধনীদের কাতারে রাখবে।

বিল গেটসই একমাত্র ধনী ব্যক্তি নন, যাঁরা তাঁদের বিপুল সম্পদ কেবল সন্তানদের জন্য রেখে না যাওয়ার পরিকল্পনা করছেন।

অ্যাপলের স্টিভ জবস, অ্যামাজনের জেফ বেজোসের মতো অনেক বড় বড় প্রযুক্তি ব্যবসায়ী তাঁদের সম্পদকে জনকল্যাণমূলক কাজে খরচ করার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন। মৃত্যুর সময় জবস ৭০০ কোটি ডলারের সম্পদ রেখে গেছেন। তাঁর স্ত্রী লরিন পাওয়েল জবস তখন ঘোষণা দিয়েছিলেন, তাঁদের সন্তানেরা এই অর্থ পাবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com