শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

আফগানি নতুন প্রজন্মের নারীরা বোরকা ছেড়ে আবায়ায় ঝুঁকছেন

  • আপডেট সময় মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
নতুন প্রজন্মের আফগান নারীরা বোরকা থেকে আবায়ার দিকে ঝুঁকছেন। আবায়াও ইসলামী নারীদের পছন্দের পোশাক। আবায়ার সঙ্গে থাকে হিজাব, মাথার ওড়না, এমনকি নেকাবও। অথবা বলা যেতে পারে, আফগান আধুনিক নারীরা সৌদি স্টাইলের পোশাক আবায়া অথবা নিকাব-ঘোমটার দিকে ঝুঁকে পড়ছেন।

আফগান নারীরা প্রথাগতভাবে নীল রঙের বোরকা পরেন। এই বোরকার মুখের অংশে আলাদা একটা ঝালর বা পর্দা থাকে।২০২১ সালে পুনরায় ক্ষমতায় আসার পর তালেবানরা নারীদের ওপর কঠোর পর্দা প্রথা চালু করে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত একই আইন চালু ছিল।

তালেবানরা ইসলামী শরিয়ত মোতাবেক নারীর শরীর ও মুখ ঢাকার নির্দেশনা দিয়েছে। তবে এতে কোনো বিশেষ পোশাক, বিশেষত বোরকার কথা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। এ কারণে আধুনিক নারীরা বোরকার পরিবর্তে আবায়ার দিকে ঝুঁকছেন। অন্ততপক্ষে তাঁরা উপসাগরীয় দেশগুলোর নারীদের ফ্যাশনের দিকে নজর রেখেই আবায়ার দিকে ঝুঁকছেন বলে মনে করা হচ্ছে।
তরুণ আফগান নারীরা আবায়া পরলেও মাথায় ঠিকই হিজাব পরেন। আর যাঁরা হিজাব পরেন না, তাঁরা মুখে মেডিক্যাল মাস্ক লাগিয়ে ঘর থেকে বের হন। নিদেনপক্ষে সৌদি আবায়ার ওপর নিকাব পরেন, যা তাঁদের চোখ ছাড়া আর সব কিছু ঢেকে রাখে।

রাজধানী কাবুলের ২৩ বছরের নন্দিনী তাহমিনা আদেল বলেন, ‘নতুন প্রজন্মের আফগান নারীরা মনে হয় না বোরকা বেছে নেবেন। ডিজাইন ও কালারের কারণে তাঁরা এটা মানতে অনাগ্রহী।

’ উল্লেখ্য, তালেবান সরকার মেয়েদের উচ্চশিক্ষার ব্যাপারে অনুদার হওয়ার কারণে তাহমিনা অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি নিতে পারেননি। তিনি বলেন, ‘আমি আবায়া পছন্দ করি। কারণ এটা আমার কাছে বেশ আরামদায়ক।’ 
সূত্র : অ্যারাব নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com