মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

হানিমুনের জন্য বিদেশে ৫টি দারুণ জায়গা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

‘বিয়ে’- বিষয়টা নেহাতই কম চিন্তার নয়। প্রত্যেকটা ছেলেমেয়ের স্বপ্ন থাকে জীবনে একটা পারফেক্ট জীবনসঙ্গী পাওয়ার। বিয়ের কয়েকমাস আগে থেকে শুরু হয় নানান শপিং, আলোচনা, বিয়ের ভেনু থেকে মেনু ঠিক করা সহ আরও নানান কাজ। বাড়িতে বিয়ে মানে ব্যস্ততা আর ব্যস্ততা। তারপর আসে বিয়ের দিন, আসে বৌভাত। সব মিটলেও হাঁপ ছাড়বার সময় নেই। বিয়ের পরের কয়েকদিনও চলে আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া।

নিজের মতো করে দু’দণ্ড সময় কাটানো হবে সেই হানিমুন পর্বে। তাই প্রত্যেকটা নতুন দম্পতির হানিমুন নিয়ে অনেক পরিকল্পনা, অনেক স্বপ্ন থাকে। অনেকের প্রথম আন্তর্জাতিক ঘোরা শুরুই হয় হানিমুন পর্বে। আপনার জন্য রইল ৫টি দুর্দান্ত ইন্টারন্যাশানাল হানিমুন স্পটের সন্ধান।

১) মালদ্বীপ 
ভারত মহাসাগরের একদম মাঝামাঝি অবস্থিত এই দ্বীপ হানিমুন স্পট হিসেবে ভীষণই জনপ্রিয়। বিচ, বোটরাইড, পরিষ্কার নীল জল, মনের মতো থাকার জায়গা যাঁদের পছন্দ তাঁরা যেতে পারেন মালদ্বীপে। সাবমেরিন রাইড, হাইক, লাক্সারি ক্রুজ রাইড সঙ্গে একান্তে ক্যান্ডেললাইট ডিনার সবকিছুর ব্যবস্থা রয়েছে এই ছোট্ট দ্বীপে।

২) বালি
প্রকৃতিপ্রেমীদের পছন্দের জায়গা হল বালি। এই ছোট্ট দ্বীপ পর্যটনের সেরা জায়গাগুলির মধ্যে অন্যতম। উলুওয়াতু মন্দির থেকে মনমুগ্ধকর সূর্যাস্ত দেখা হোক বা মাউন্ট বাতুর পর্যন্ত হাইক সবকিছুর মজা পাবেন এখানে। তানহা লট টেম্পল, সেমিনইয়াক বিচে হেঁটে বেড়ানো, নুসা দুয়াতে জেট স্কিইং হানিমুন কাপলদের খুব পছন্দের জায়গা। রোমাঞ্চকর অ্যাক্টিভিটি হোক বা নিরিবিলি সময় কাটানোর জায়গা সব পাবেন বালিতে। বালিতে যাবেন অথচ বালানগান বিচ এবং কামানদালুতে গিয়ে প্রাকৃতিক দোলনায় চরবেন না সেটা কী হয়! রয়েছে প্রচুর সুন্দর রিসর্ট যেখানে পাবেন আপনার নিজস্ব অ্যাইল্যান্ড, আয়োজন করতে পারেন রোম্যান্টিক ক্যান্ডেললাইট ডিনারেরও।

মনে রাখবেন বালি যাওয়ার কোনও সরাসরি ফ্লাইট নেই তবে আপনি ব্যাংকক, কুয়ালালামপুর প্রথমে গিয়ে সেখান থেকে বালি যেতে পারেন।

৩) ভিয়েতনাম 
এই জায়গাটি পর্যটকদের পছন্দের তালিকায় উপরের দিকেই রয়েছে। সোলো ট্রিপ হোক বা হানিমুন, ভিয়েতনাম যুগলদের অন্যতম সেরা পছন্দের জায়গা হয়ে দাঁড়িয়েছে। ‘হালং বে’, ‘দালাত’-এর মতো জায়গাগুলোতে হানিমুন কাপলদের অবশ্যই যাওয়া উচিত। আপনি এবং আপনার সঙ্গী যদি অ্যাডভেঞ্চারপ্রেমী হন তাহলে ‘সাপা’ পর্যন্ত ট্রেক করতে ভুলবেন না।

প্রাচীন শহর হোই আন, না ট্রাং বিচ সঙ্গে হ্যানোয়ের নানা প্রান্তের খাদ্যসম্ভারের জুড়ি মেলা ভার। ডা লাত, কন ডাও অ্যাইল্যান্ড, ফু কোক অ্যাইল্যান্ড, সাপা, হুই, হা লং বে, হানয়ের মতো প্রচুর জায়গা আছে ঘুরে দেখার মতো। ভিয়েতনাম যেতে আসতে খরচটা একটু বেশি হলেও আমাদের ১ টাকা সমান ওঁদের প্রায় ৩০০ টাকা। সুতরাং, থাকা খাওয়া ঘুরে বেড়ানোর খরচ বেশ অনেকটাই কম তাই অনেকেই ভিয়েতনামকে হানিমুন স্পট হিসেবে বেছে নেন।

৪) শ্রীলঙ্কা 

সাংস্কৃতিক ঐতিহ্য, দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য সঙ্গে ভারত মহাসাগর আর কী চাই। অনেক যুগলের বাকেট লিস্টে থাকে শ্রীলঙ্কা ভ্রমণ তাই সুযোগ পেলে অনেকেই হানিমুনের জায়গা হিসেবে বেছে নেন শ্রীলঙ্কা। ‘টার্টেল পয়েন্ট’, ‘রামবোডা জলপ্রপাত’, ‘সিগিরিয়া’র প্রাচীন শিলা দুর্গ এই জায়গাগুলো মিস করলে চলবে না। এছাড়াও শ্রীলঙ্কাতে রয়েছে পোলোনারুয়ার মতো নানা ঐতিহাসিক জায়গা। রয়েছে বেন্টোটার মতো বিচ আর শ্রীলঙ্কার বিখ্যাত চা বাগান।

৫)  থাইল্যান্ড
নীল জল, সবুজ পাহাড় দিয়ে ঘেরা অপূর্ব স্বপ্নের মতো দেশ থাইল্যান্ড। এশিয়ার এমন একটি দেশ যেখানে সারাবছরই পর্যটকদের আনাগোনা থাকে। বিশেষ করে সদ্য বিবাহিত যুগলদের। হানিমুনের জন্য অন্যতম প্রিয় জায়গা হল এই থাইল্যান্ড। রোমাঞ্চকর রাইড থেকে শুরু করে রোম্যান্টিক থাকার জায়গা সবই পেয়ে যাবেন।

‘ক্রাবি বিচ’, ‘ফি ফি আইল্যান্ড’, ‘মু কু আং থং’-এর মতো জায়গাগুলো অবিশ্বাস্য সুন্দর। থাইল্যান্ডের বৈচিত্র্যময়তা দেখার মতো যার জন্য যে প্রান্ত থেকেই মানুষ যাক না কেন ভালভাবেই মিশে যেতে পারেন এখানে। থাইল্যান্ডে হানিমুনের জন্য রয়েছে আলাদা অনেক হোটেল, রিসোর্ট, গাইড। আগে থেকে যোগাযোগ করে হানিমুন প্যাকেজের ব্যাপারে জেনে গেলে অনেকটা সুবিধেও পেতে পারেন আপনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com