বেড়ানোর সাধ আছে, কিন্তু সাধ্য নেই। অনেকের মুখেই এমন কথা শোনা যায়। শুধু উদ্যোম আর উত্তেজনা থাকলেই চলবে না। বেড়ানোর জন্য অর্থেরও প্রয়োজন। তার মানে এই নয় যে, বেড়ানোর জন্য সব সময় লক্ষ লক্ষ টাকা প্রয়োজন। কম খরচেও দিব্যি বেড়ানো যায়। হাতে ৫০০০ টাকা নিয়ে কোন জায়গাগুলি ঘুরে আসা যায়?
মুসৌরি
ছবির মতো সাজানো সুন্দর শহর। তবে অনেকেরই মনে হতে, পারে ৫ হাজার টাকায় মুসৌরি ঘোরা মুশকিলের। একটু হিসেব করে চললে এই বাজেটেও মুসৌরি সফর হয়ে যাবে। মুসৌরিতে অনেক কম খরচে হোটেল, লজ পাওয়া যায়। যাওয়ার আগে একটু খোঁজ নিয়ে যেতে হবে। খাওয়ার জন্য রোজ ৩০০-৪০০ টাকা ধার্য করলেই হিসেবে কুলিয়ে যাবে। তা ছাড়া মুসৌরি ঘোরার জন্য আলাদা করে গাড়ি ভাড়া করার দরকার পড়ে না। পায়ে হেঁটেই ঘোরা যায়।
বেনারস
বেনারস হলো ভারতীয় সংস্কৃতির অন্যতম পীঠস্থান। বাঙালিদের যাতায়াতও বেড়েছে। ফলে বাঙালি খাবার সহজেই পাওয়া যায়। এখানে কম খরচের অনেক হোটেল আর লজ রয়েছে। থাকা-খাওয়ার জন্য দৈনিক ৪০০-৫০০ টাকা ধার্য করতে পারেন। দিন তিনেক থাকলে ১৫০০ টাকার মধ্যে মিটে যাবে। বাকি থাকল যাতায়াতের খরচ। কলকাতা যাওয়ার ট্রেনের টিকিটের দাম বেশি নয়। তাই সমস্যা হবে না।
মানালি
কম খরচে মানালি ঘুরতে চাইলে, আগে থেকে পর্যাপ্ত পরিকল্পনা জরুরি। তা না হলে সমস্যায় পড়তে হতে পারে। দিল্লি থেকে বাসে করে ঘোরা এবং সরকারি ছাত্রাবাসে থাকতে পারলে খরচ এক ধাক্কায় অনেকটা কমে যাবে। খুঁজলে মানালিতেও অনেক কম দামের হোটেল পেয়ে যেতে পারেন। ২-৩ দিন ৫ হাজার টাকায় একজনের মানালি ঘোরা সম্ভব।