শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

সৌদি পর্যটনের নতুন উদ্যোগ ‘রমজান লাইটস’

  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সৌদি আরবের জাতীয় পর্যটন ব্র্যান্ড ‘সৌদি, স্বাগতম আরবিয়া’-এর নতুন পর্যটন উদ্যোগ ‘রমজান লাইটস’ চালু হয়েছে। এটি তাদের বৈশ্বিক পর্যটন প্রচারাভিযান ‘এই ভূমি ডাকছে’-এর নতুন ধাপ।

রমজানের এই পবিত্র দিনগুলোতে পারিবারিক বন্ধন, আত্মিক চিন্তন ও উৎসবের সময়টিকে তুলে ধরতে সৌদি আরবের এই আয়োজন। রমজানের ঐতিহ্য ও সৌন্দর্য উপভোগ করতে বিশ্বভ্রমণকারীদের আমন্ত্রণ জানিয়েছে দেশটি। রমজান লাইটস-এর অংশ হিসেবে রিয়াদ, জেদ্দা, আলউলা ও সৌদি আরবে লোহিত সাগর অঞ্চলে পর্যটকদের জন্য রয়েছে নানা আয়োজন।

পর্যটকেরা জেদ্দার ঐতিহাসিক এলাকা আল-বালাদ, রিয়াদের ঐতিহ্যবাহী দুরিয়া এবং স্থানীয় বাজারগুলো ঘুরে দেখতে পারেন। সৌদি আরবের বিভিন্ন মসজিদ, ঐতিহ্যবাহী বিপণিবিতান এবং বিশেষ রমজান ইভেন্টে অংশগ্রহণের সুযোগও থাকছে।

রমজানের ঐতিহ্য ও সৌন্দর্য উপভোগ করতে বিশ্বভ্রমণকারীদের আমন্ত্রণ জানিয়েছে দেশটি। ছবি: রমজান লাইটস

রমজানের ঐতিহ্য ও সৌন্দর্য উপভোগ করতে বিশ্বভ্রমণকারীদের আমন্ত্রণ জানিয়েছে দেশটি। ছবি: রমজান লাইটস

রমজান মাসে সৌদি আরবে ব্যস্ত বাজার, আলোকসজ্জিত রাস্তা, খোলা মেলা ও দীর্ঘ সময় ধরে চালু থাকা বিপণিবিতান পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।

রমজান লাইটসের এই আয়োজনে জেদ্দায় থাকবে ঐতিহ্যবাহী ইফতার ও সেহরির খাবার, ব্যস্ত বাজার এবং উৎসবমুখর রমজান তাঁবু। আলউলাতে নিরিবিলি পরিবেশে রমজানের আধ্যাত্মিক অনুভূতি উপভোগের সুযোগ পাবেন। রিয়াদে ঐতিহ্যবাহী সুক আল-জাল বাজারে কেনাকাটা ও গাবগা (বিশেষ রাতের রমজান ইভেন্ট) উপভোগের সুযোগ পাবেন। অন্যদিকে লোহিত সাগরের সমুদ্রের জলরাশিতে কাইটসার্ফিং, বিচে ঘোড়ার পিঠে চড়া ও পানির খেলাধুলার সুযোগ রয়েছে।

রমজানের ঐতিহ্য ও সৌন্দর্য উপভোগ করতে বিশ্বভ্রমণকারীদের আমন্ত্রণ জানিয়েছে দেশটি। ছবি: রমজান লাইটস

রমজানের ঐতিহ্য ও সৌন্দর্য উপভোগ করতে বিশ্বভ্রমণকারীদের আমন্ত্রণ জানিয়েছে দেশটি। ছবি: রমজান লাইটস

‘সৌদি, স্বাগতম আরবিয়া’ সৌদি আরবের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে। বিশ্বব্যাপী পর্যটকদের জন্য সৌদির অনন্য বৈচিত্র্য ও আতিথেয়তা তুলে ধরাই এর মূল লক্ষ্য। সৌদি আরবের ঐতিহ্য, আধুনিকতা ও আতিথেয়তার মিশেলে এটি বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান পর্যটন গন্তব্য হয়ে উঠছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com