সৌদি আরবের জাতীয় পর্যটন ব্র্যান্ড ‘সৌদি, স্বাগতম আরবিয়া’-এর নতুন পর্যটন উদ্যোগ ‘রমজান লাইটস’ চালু হয়েছে। এটি তাদের বৈশ্বিক পর্যটন প্রচারাভিযান ‘এই ভূমি ডাকছে’-এর নতুন ধাপ।
রমজানের এই পবিত্র দিনগুলোতে পারিবারিক বন্ধন, আত্মিক চিন্তন ও উৎসবের সময়টিকে তুলে ধরতে সৌদি আরবের এই আয়োজন। রমজানের ঐতিহ্য ও সৌন্দর্য উপভোগ করতে বিশ্বভ্রমণকারীদের আমন্ত্রণ জানিয়েছে দেশটি। রমজান লাইটস-এর অংশ হিসেবে রিয়াদ, জেদ্দা, আলউলা ও সৌদি আরবে লোহিত সাগর অঞ্চলে পর্যটকদের জন্য রয়েছে নানা আয়োজন।
পর্যটকেরা জেদ্দার ঐতিহাসিক এলাকা আল-বালাদ, রিয়াদের ঐতিহ্যবাহী দুরিয়া এবং স্থানীয় বাজারগুলো ঘুরে দেখতে পারেন। সৌদি আরবের বিভিন্ন মসজিদ, ঐতিহ্যবাহী বিপণিবিতান এবং বিশেষ রমজান ইভেন্টে অংশগ্রহণের সুযোগও থাকছে।
রমজান মাসে সৌদি আরবে ব্যস্ত বাজার, আলোকসজ্জিত রাস্তা, খোলা মেলা ও দীর্ঘ সময় ধরে চালু থাকা বিপণিবিতান পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।
রমজান লাইটসের এই আয়োজনে জেদ্দায় থাকবে ঐতিহ্যবাহী ইফতার ও সেহরির খাবার, ব্যস্ত বাজার এবং উৎসবমুখর রমজান তাঁবু। আলউলাতে নিরিবিলি পরিবেশে রমজানের আধ্যাত্মিক অনুভূতি উপভোগের সুযোগ পাবেন। রিয়াদে ঐতিহ্যবাহী সুক আল-জাল বাজারে কেনাকাটা ও গাবগা (বিশেষ রাতের রমজান ইভেন্ট) উপভোগের সুযোগ পাবেন। অন্যদিকে লোহিত সাগরের সমুদ্রের জলরাশিতে কাইটসার্ফিং, বিচে ঘোড়ার পিঠে চড়া ও পানির খেলাধুলার সুযোগ রয়েছে।
‘সৌদি, স্বাগতম আরবিয়া’ সৌদি আরবের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে। বিশ্বব্যাপী পর্যটকদের জন্য সৌদির অনন্য বৈচিত্র্য ও আতিথেয়তা তুলে ধরাই এর মূল লক্ষ্য। সৌদি আরবের ঐতিহ্য, আধুনিকতা ও আতিথেয়তার মিশেলে এটি বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান পর্যটন গন্তব্য হয়ে উঠছে।