গত সোমবার ও মঙ্গলবার রাজ্যের বেনটং ও কুয়ান্টানের আশপাশে অভিবাসী অধ্যুষিত বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পাহাং রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক নুরসাফরিজা ইহসান বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, বৈধ পাস না থাকা, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা এবং পাসের শর্ত লঙ্ঘন করায় তাদের আটক করা হয়েছে।
গতকাল বুধবার বিবৃতির মাধ্যমে পরিচালক নুরসাফরিজা ইহসান বলেন, আটককৃত অবৈধ অভিবাসীদের মধ্যে ৫৫ জন ইন্দোনেশিয়ান, ৪৮ জন বাংলাদেশি, ১৬ জন ময়ানমারের, একজন মিশরীয়, দুইজন পাকিস্তানি, একজন চীনা ও আটজন থাই নাগরিক রয়েছেন।