সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

ফ্লোরিডায় বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের নৌকা আটকে দিল মার্কিন কোস্টগার্ড

  • আপডেট সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডা উপকূলে অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌযান আটকে দিয়েছে দেশটির কোস্টগার্ড। গত বুধবার ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে দায়ের করা ফৌজদারি অভিযোগে বিষয়টি উল্লেখ করা হয়েছে। নৌযানটিতে বাংলাদেশি ছাড়াও আরও কয়েকটি দেশের বেশ কয়েকজন নাগরিক ছিলেন।

কোস্টগার্ড জানিয়েছে, তারা বিভিন্ন দেশের ৩১ জন অভিবাসীকে বাহামাসে ফেরত পাঠিয়েছে। ফ্লোরিডার মিয়ামির পূর্বে মার্কিন জলসীমায় অবৈধ নৌযান থেকে তাদের আটক করা হয়। তদন্তের জন্য চার সন্দেহভাজন পাচারকারীকে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) সংস্থার এজেন্টদের হেফাজতে দেওয়া হয়েছে। এ ছাড়া, একজন অভিবাসীকে উন্নত চিকিৎসার জন্য স্থলভাগে স্থানান্তর করা হয়েছে। তারা চীন, হাইতি ও বাংলাদেশের নাগরিক।

মার্কিন কোস্টগার্ডের সপ্তম জেলা জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জন ডব্লিউ বেল বলেন, অবৈধ সামুদ্রিক অভিবাসন সবসময়ই বিপজ্জনক এবং অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হয়। মানব পাচারকারীরা এই যাত্রার সময় অভিবাসীদের নিরাপত্তা বা জীবনের কোনো পরোয়া করে না। আমাদের বার্তা সহজ, কেবল প্রত্যাবাসিত হওয়ার জন্য আপনার জীবন ও অর্থ মানব পাচারকারীদের হাতে তুলে দেবেন না। সমুদ্রপথে যাত্রা করবেন না।

মিয়ামি-ডেড ফায়ার রেসকিউর একটি দল এক নারীকে চিকিৎসার জন্য কোকোনাট গ্রোভের মার্সি হাসপাতালে নিয়ে যায়। যদিও অভিযোগে তাঁর চিকিৎসাজনিত সমস্যার বিস্তারিত উল্লেখ করা হয়নি। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, নৌকাটি চালাচ্ছিলেন আর্লিন কার্লান কারগিল নামে এক ব্যক্তি।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাহামাসে পাচার চক্রের সংগঠক তাঁকে কি বিসকেইনে লোক পৌঁছে দিতে অনুরোধ করেছিলেন। এ কাজের জন্য তাঁকে ৭০০ ডলার দেওয়া হয়েছিল। কারগিল আরও বলেন, বিমিনির ডকে তিনি পৌঁছানোর আগেই লোকজন নৌকায় ছিল। পাচারকারীরা তাঁকে কাপড় ও একটি মোবাইল ফোন দেয়। ফোনে একটি জিপিএস অ্যাপ ইনস্টল করা ছিল, যেখানে গন্তব্য হিসেবে কি বিসকেইনের স্থানাঙ্ক আগেই সেট করা ছিল।

ফেডারেল ব্যুরো অব প্রিজনসের রেকর্ড অনুযায়ী, কারগিল বর্তমানে মিয়ামির ফেডারেল ডিটেনশন সেন্টারে বন্দি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com