সোমবার, ১০ মার্চ ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

টুরিস্ট হিসাবে আমেরিকায় এসে eb3 তে গ্রীন কার্ড

  • আপডেট সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫
এটা একটা জনপ্রিয় প্রসেস কিন্তু মনে রাখতে হবে এর মধ্যে কয়েকটা লিমিটেশন আছে। প্রথমত পাঁচ বছরের টুরিস্ট ভিসা আপনার থাকলেও আপনি কিন্তু আমেরিকার মাটিতে ছয় মাসের বেশি অবস্থান করতে পারবেন না। এক্সটেনশন করার অনুমতি নেওয়া যায় সত্য কিন্তু আমি রেকমেনড করি অন্তত প্রথমবার এসে দেড় দুই মাসের বেশি সময় অতিবাহিত না করা এবং ভিজিটের হিস্ট্রি খুব ক্লিন রাখা। আর যদি গ্রীন কার্ড পাওয়ার প্ল্যান করে আসেন তাহলে সে জন্য সম্পূর্ণ আলাদা রোডম্যাপ রেডি রাখতে হবে। আসার পর যথা দ্রুত সম্ভব স্ট্যাটাস চেঞ্জ করে স্টুডেন্ট ভিসায় যেতে হবে। কারণ স্টুডেন্ট ভিসা স্ট্যাটাসে অনেক লম্বা সময় অবস্থান করা যায় কোন ঝামেলা ছাড়াই। Aemers LLC USA থেকে আমরা টুরিস্ট ভিসায় আসা ব্যক্তিদের সহজেই স্টুডেন্ট ভিসার প্রসেসিং করে থাকি।
Eb3 গ্রীন কার্ড প্রসেসিংয়ের প্রথম দুইটা ধাপ একই রকম, যার বিস্তারিত আমি ১৫ মিনিটের বড় ইউটিউব ভিডিওতে ব্যাখ্যা করেছি। তবে তৃতীয় ধাপটা বাংলাদেশ থেকে আসা মানুষের থেকে আপনার ভিন্ন হবে কারণ অলরেডি আপনার আমেরিকায় একটা স্ট্যাটাস আছে। এই স্ট্যাটাসের পরিবর্তনের জন্য আবেদন করতে হবে যাকে বলা হয় আই 485 বা এডজাস্টমেন্ট অব স্ট্যাটাস। বাংলাদেশের যেমন কাউকে ইউএস অ্যাম্বাসি তে গিয়ে সাক্ষাৎকারে অবতীর্ণ হতে হয়, আমেরিকার মধ্যে অবস্থানকারীকে এরকম কোন ইন্টারভিউতে যেতে হবে না।
প্রসঙ্গক্রমে বলে রাখি স্টুডেন্ট ভিসা অথবা ভিজিট ভিসা যেমন অহরহ রিজেক্টেড হয়, ইমিগ্রেশন ভিসা কিন্তু সেরকম না। এসব ক্ষেত্রে ভিসা অফিসার অলরেডি জানেন যে আপনার গ্রীন কার্ড অনুমোদিত হয়ে আছে, কেবলমাত্র তাকে দরকারি পেপার ডকুমেন্টস চেক করে দেখতে হবে।
আবেদনকারী আমেরিকার মধ্যে থাকলে গ্রীন কার্ড হাতে পাওয়ার আগেই এমপ্লয়মেন্ট অথোরাইজেশন কার্ড পাওয়া যায় যার মাধ্যমে কাজ শুরু করা যায়। এছাড়া অধিকাংশেরই সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং ক্রেডিট হিস্ট্রি কিছুটা ডেভেলপড অবস্থায় থাকে কয়েক বছর আমেরিকায় থাকার কারণে। কাজেই তারা বাড়তি সুবিধা পান।
আর কমিউনিকেটিভ ইংরেজিতে তারা বাংলাদেশে অবস্থান করা যে কারো থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ পান তা তো বলার অপেক্ষায় রাখেনা। ভালো ইংলিশ কমিউনিকেশন দক্ষতা আমেরিকায় আপনাকে যে কোন কাজে ও ক্যারিয়ারে বিশেষ সুবিধা দেবে।
বাংলাদেশ থেকে অথবা আমেরিকার মধ্য থেকে বৈধভাবে স্ট্যাটাসধারী যে কেউ তাদের eb3 green card প্রসেসিং আমাদের মাধ্যমে করতে পারেন। বিস্তারিত জানার জন্য পেইজে মেসেজ দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com