ডলি বেগম—এক অনন্য নাম, এক নিরহংকারী, প্রজ্ঞাবান এবং কর্মনিষ্ঠ নারীর প্রতিচ্ছবি। কানাডার বাংলাদেশি কমিউনিটির মধ্যে তিনি পরিচিত মুখ। শুধু কানাডাতেই নয়, উত্তর আমেরিকার বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিদের কাছেও তিনি এক পরিচিত নাম। ২০১৮ সালে অন্টারিও প্রাদেশিক পরিষদের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি ইতিহাস রচনা করেন, বাঙালির স্বপ্নকে বাস্তবে রূপ দেন। মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির জন্য তিনি যে পথ খুলে দিয়েছেন, তা আজও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
আবারও বিজয়ের ডাক
বন্ধুগণ, আমাদের এই গর্বের কন্যাকে আবারও বিজয়ী করার সময় এসেছে। আগামী ২৭ ফেব্রুয়ারি অন্টারিও প্রাদেশিক পরিষদের নির্বাচনে আমাদের লক্ষ্য একটাই—ডলি বেগমকে আবার বিজয়ের মুকুট পরানো। বৃহত্তর টরন্টোর বাঙালি কমিউনিটি ইতোমধ্যেই ঐক্যবদ্ধ হয়েছে। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই চায়, ডলি বেগম আবারও জয়ী হয়ে এগিয়ে যান। সচেতন নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের আবেগ প্রকাশ করছেন, সরাসরি ভোট ও সমর্থন চাইছেন।
ডলি বেগম জিতলে বাংলাদেশ জিতবে
বিশিষ্ট ব্যক্তিবর্গ ডলি বেগমের সমর্থনে তাঁদের মূল্যবান মতামত প্রকাশ করেছেন।