মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

ইতালির ভিসা নিয়ে ইতিবাচক আশ্বাস, একইসাথে সতর্কও করল দূতাবাস

  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

আগামী মাসগুলোতে ভিসা সংক্রান্ত জট কেটে যাবে বলে জানিয়েছে  ঢাকার ইতালি দূতাবাস। শনিবার দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিয়েছে এবং জালিয়াতিমূলক কার্যকলাপ শনাক্তকরণে সক্রিয়ভাবে অবদান রাখছে।

ভিসা ইস্যুতে ইতালীয় পুলিশের একটি তদন্তে সম্প্রতি দূতাবাসের দুই প্রাক্তন কর্মীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছে। যার মধ্যে একজন ইতালীয় এবং এক বাংলাদেশি নাগরিক রয়েছেন, তাদের গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন আদালত।

দূতাবাসের বিশ্বাস, এ ধরনের উদ্যোগ দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার কঠোর অবস্থান নেওয়ার প্রমাণ। ভিসা আবেদনকারীদের অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, তারা যেন দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কনস্যুলার এবং পরিষেবা ফি ব্যতীত কাউকে কোনো তথ্য বা অর্থ না দেন। পাশাপাশি তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

আবেদনকারীদের আবেদন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত যেকোনো অসদাচরণের অভিযোগ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করেছে ঢাকার ইতালি দূতাবাস। এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইতালি থেকে অতিরিক্ত কর্মী আনার কারণে ভিসা প্রক্রিয়াকরণের সময় কমেছে এবং সামনের মাসগুলোতে বিদ্যমান সমাস্যা দ্রুত সমাধান হবেও বিবৃতিতে বলা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com