বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

প্রবাসীদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার ও কল্যাণ ক্যাম্পেইন সেবা

  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

 প্রবাসীদের জন্য দূতাবাস সেবা সহজ করতে ভ্রাম্যমাণ কনস্যুলার ও কল্যাণ ক্যাম্পেইন সেবা চালু করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীদের ব্যাপক সাড়া পেয়ে আগামীতে দেশটির বিভিন্ন দ্বীপেও এই সেবা অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ।

মালদ্বীপে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশি কর্মী রয়েছেন প্রায় লাখের অধিক। পাসপোর্ট নবায়নসহ নানা জটিলতায় অনেক প্রবাসী অবৈধভাবে কর্মরত আছেন দেশটিতে। এবার প্রবাসীদের দূতাবাস সেবা সহজ করতে ভ্রাম্যমাণ কন্স্যুলার ও কল্যাণ ক্যাম্পেইন সেবা চালু করেছেন মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।

রাজধানী মালে থেকে প্রায় ৫৩৪ কিলোমিটার দূরে অবস্থিত দেশটির আড্ডু সিটিতে সাপ্তাহিক ছুটির দিনে দুইদিনব্যাপী ভ্রাম্যমাণ কন্সুলার ও কল্যাণ সেবা দিয়েছেন দূতাবাস কর্মকর্তারা।

দ্বীপটির স্থানীয় একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ কনস্যুলার ও কল্যাণ ক্যাম্পেইন আয়োজন করেন আড্ডু সিটি কাউন্সিলর। এসময় প্রায় ৫০ জন প্রবাসী বাংলাদেশিকে মোবাইল ডিভাইসের মাধ্যমে ৫৫টি ই-পাসপোর্ট, ১২টি এমআরপির এনরোলমেন্টসহ তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড প্রদান করা হয় বলে জানান দূতাবাস কর্মকর্তা।

কর্মব্যস্ততার কারণে প্রবাসীরা মালের অফিসে তাদের দূতাবাস সেবা গ্রহণ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দূতাবাসের এ ধরনের ক্যাম্পেইনে প্রবাসীরা জটিলতা থেকে রেহাই পাবেন বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাসীদের ব্যাপক সাড়া পাওয়ায় আগামীতে দেশটির বিভিন্ন আইল্যান্ডে এই ক্যাম্পেইন আয়োজন করা হবে বলে জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ।

তিনি বলেন, ভবিষ্যতে আরও অন্যান্য দ্বীপেও এই কর্মসূচি নিয়ে যাবে। যাতে করে প্রবাসীদের সেবাগুলো দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। এতে করে রাজধানী মালেতে এসে না এসেই খুব সুন্দরভাবে তাদের যে কাঙ্ক্ষিত সেবা কম খরচে কম সময়ের মধ্যে পাবেন।

দূতাবাসের এমন কল্যাণমূলক কার্যক্রম যেন, দেশটির প্রতিটি আইল্যান্ডে অব্যাহত রাখার দাবি প্রবাসীদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com