সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

দুবাইয়ে চালু হলো রেল বাস

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

দুবাইয়ে চালু হলো অভিনব রেল বাস। সোমবার দেশটির রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথোরিটি (আরটিএ) বিষয়টি নিশ্চিত করেছে। নতুন ধরনের এই বাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি একসঙ্গে ৪০ জন যাত্রী বহন করতে সক্ষম হবে। গালফ নিউজ।

রেল বাস হলো একটি হালকা রেলযান। যাত্রী পরিবহণের জন্য বিশেষভাবে এটির নকশা করা হয়েছে। পরিবেশবান্ধব ও উদ্ভাবনী এই পরিবহণ ব্যবস্থা বিদ্যমান বিকল্পগুলোর তুলনায় বেশি কার্যকর। পাশপাশি এই যানটির খরচও কম।

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে দুবাইয়ের সড়ক ও পরিবহণ কর্তৃপক্ষ (আরটিএ) মার্কিন সংস্থা রেল-বাস ইনকরপোরেটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। দুবাই ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোরামে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই ব্যবস্থায় রেল-যান এমন এক ব্রিজের ওপর দিয়ে চলবে, যা সৌর প্যানেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন করে পরিবহণ ব্যবস্থাকে সচল রাখবে।

দুবাইয়ের আরটিএ কর্তৃপক্ষ একই সঙ্গে যুক্তরাজ্যের আরবান-মাস কোম্পানির সঙ্গেও আরেকটি সমঝোতা স্বাক্ষর করেছিল। এই সমঝোতার আওতায় ফ্লক ডুয়ো রেল ব্যবস্থা উন্নয়নের সম্ভাবনা যাচাই করা হবে। ফ্লক ডুয়ো রেল হলো- একটি ডাবল ট্র্যাক ব্যবস্থা, যা দ্রুত ও কার্যকর পরিবহণ নিশ্চিত করবে। দুবাই আরটিএ-এর রেল সংস্থার প্রধান নির্বাহী আবদুল মোহসেন কালবাত বলেছেন, ‘এই দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আমরা পরিবহণ ব্যবস্থায় সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন গ্রহণের পথে এগিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ফ্লক ডুয়ো রেল হলো বিশ্বের প্রথম উদ্ভাবনী পরিবহণ ব্যবস্থা, যেখানে ডাবল ট্র্যাক ব্যবহার করা হয়। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও বিদ্যুৎ চালিত। যাত্রী চাপ কম থাকলে ছোট ইউনিট এবং চাপ বেশি হলে দীর্ঘ ইউনিট ব্যবহারের মাধ্যমে এটি কার্যকরভাবে পরিবহণ পরিচালনা করবে।’

রেল বাস ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী হাতিম ইব্রাহিম বলেছেন, ‘আরটিএ-এর সঙ্গে আমাদের এই সহযোগিতা পরিবহণ ব্যবস্থার টেকসই উন্নয়নের নতুন মানদণ্ড স্থাপন করবে। এই অংশীদারত্বের মাধ্যমে আমরা দুবাইকে আরও পরিবেশবান্ধব ও স্মার্ট সিটিতে রূপান্তরের দিকে এগিয়ে যাব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com