সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

কানাডায় ইমিগ্রেশন, ইমিগ্র্যান্ড নীতিতে ভুল সিদ্ধান্তে জটিলতা: ডলি বেগম

  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

বর্তমান সরকার ইমিগ্র্যান্ট ও ইমিগ্রেশন নিয়ে নানা ভুল সিদ্ধান্ত নেওয়ায় কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন কানাডার এনডিপি পার্টির স্ক্যারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম। তবে তিনি বলেন, সৃষ্ট জটিলতা নিরসন করা দুঃসাধ্য নয়।

স্থানীয় সময় শনিবার দুপুরে বাংলাদেশি ও অন্য কমিউনিটির মানুষদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, লিবারেল বা কনজারবেটিভ পার্টি নয়, কানডার তৃতীয় বৃহত্তম দল এনডিপি পার্টিই মূলত ইমিগ্র্যান্ডদের জন্য কাজ করে। তাদের পার্টিই সংসদে নতুন নতুন ভাবনা উপস্থাপন করে।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণায় এখনও রাজনীতিতে কোনো প্রভাব পরেনি। তবে তাদের নেতা নির্বাচন হবার পর জানা যাবে, তাদের আগামীর পরিকল্পনা কি?

শুভেচ্ছা বিনিময়কালে ডলি বলেন, কনজারবেটিভ পার্টি বরাবরই ইমিগ্রেশন ও ইমিগ্র্যান্টদের জন্য নেতিবাচক মানসিকতা পোষণ করে। তবে সেদিক থেকে এনডিপি পার্টি সে সময় ইমিগ্র্যান্ট ও ইসিগ্রশনের জন্য নতুন ভাবনার প্রস্তাব করেছে। আগামীতে সরকারে গেলে তারা আরও নতুন নতুন কাজ করবে।

একই সঙ্গে তিনি বলেন, কানাডায় বর্তমানে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। বাজার পরিস্থিতিসহ সব সেক্টরে ব্যয়ভার কমাতে তাদের পার্টি উদ্যোগী হয়ে কাজ করবে। তবে এজন্য ভোটারদের এগিয়ে আসতে হবে। তাদের এনডিপি পার্টির প্রার্থীদের নির্বাচিত করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com