পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর মাধ্যমে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট-সেবা দিয়ে থাকে স্টারলিংক। এবার কম্পিউটারের পাশাপাশি নির্দিষ্ট মডেলের আইফোনে ইন্টারনেট ব্যবহারের সুবিধা চালু করতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। নতুন এ সুবিধা চালু হলে আইফোন ব্যবহারকারীরা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
আইফোনে ইন্টারনেট ব্যবহারের সুযোগ চালুর জন্য এরই মধ্যে অ্যাপলের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে স্টারলিংক। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন টেলিকম অপারেটর টি-মোবাইল ইতিমধ্যে নির্দিষ্ট গ্রাহকদের পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে। বিষয়টি নিশ্চিত করে ইলন মাস্ক জানিয়েছেন, প্রাথমিকভাবে স্টারলিংকের মাধ্যমে ছবি, গান ও পডকাস্ট শোনা যাবে। পরে ভিডিও’ও দেখা যাবে।
প্রসঙ্গত, নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে নেটওয়ার্কের পরিধি বাড়াতে দীর্ঘদিন ধরেই কাজ করছে স্টারলিংক। আর তাই স্টারলিংকের মাধ্যমে দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহার করা যায়। টুইকটাউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে ৫০ থেকে ৬০ এমবিপিএস গতি পাওয়া গেলেও স্টারলিংকের ব্রডব্যান্ডের সেবায় ২৫০ থেকে ৩৫০ এমবিপিএস গতি পাওয়া যায়।
সূত্র: নিউজ১৮