জানুয়ারি মাসজুড়ে পরিচালিত এ অভিযানে বিভিন্ন দেশের নাগরিকদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা।
২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে আমিরাত সরকার অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার সুযোগ দেয়। প্রাথমিকভাবে দুই মাসের জন্য চালু করা হলেও পরবর্তীতে এই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়।
তবে এই সুযোগ থাকা সত্ত্বেও যারা বৈধ হওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি, তাদের বিরুদ্ধে ২০২৫ সালের জানুয়ারিতে কঠোর অভিযান চালানো হয়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযানের অংশ হিসেবে জানুয়ারি মাসে ২৭০টিরও বেশি অভিযান পরিচালনা করা হয়, যেখানে ছয় হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।
ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির (আইসিপি) মহাপরিচালক মেজর-জেনারেল সুহেল সাইদ আল খাইলি জানান, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯৩ শতাংশকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এর মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন কিনা বা কতজন রয়েছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।