বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

প্লেনের এক টিকিটে আরেকটি ফ্রি দিচ্ছে ফার্স্টট্রিপ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

কক্সবাজার-সিলেটসহ দেশের অভ্যন্তরীণ রুটের প্লেনের একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি দেওয়ার অফার ঘোষণা করেছে প্রিমিয়ার ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ।

গ্রাহকরা ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫ চলাকালীন এই অফার পাবেন। ট্রাভেল মার্ট চলবে ৮ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত। টিকিট বুকিং করে ভ্রমণ করা যাবে ৬ ফেব্রুয়ারি থেকে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত।

ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক ও জনসংযোগ মো. কামরুল ইসলাম জানান, ফার্স্টট্রিপ বিজনেস-টু-কনজিউমার পরিষেবা চালু করার মাধ্যমে ভ্রমণ বুকিংয়ের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনছে। বাংলাদেশের ভ্রমণকারীদের আকর্ষণীয় সেবার নতুনত্ব, নির্বিঘ্ন, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত ভ্রমণ পরিকল্পনা প্রদান করবে ফার্স্টট্রিপ।

dhakapost

তিনি আরও জানান, প্ল্যাটফর্মের প্রবর্তনের মাধ্যমে ফার্স্টট্রিপ ব্যবহারকারীদের তাৎক্ষণিক ফ্লাইট বুকিং, হোটেল রিজারভেশন, ভিসা প্রসেসিং, হলিডে প্যাকেজ এবং আকর্ষণীয় ভ্রমণ পরিকল্পনা চূড়ান্তকরণসহ সবকিছুই একটি সহজ ও সময়োপযোগী ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। ঢাকা ট্র্যাভেল মার্ট ২০২৫-এ ফার্স্টট্রিপ ট্রাভেল পোর্টালটি বি-টু-বি এর সফলতার পর বি-টু-সি উদ্বোধনের মাধ্যমে সব শ্রেণির গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্ষম হবে।

ফার্স্টট্রিপের চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় ইভেন্ট ইউএস-বাংলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫-এ আমাদের বিটুসি পরিষেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। এছাড়া আমাদের প্ল্যাটফর্মটি ভ্রমণ পরিকল্পনাকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি প্রত্যেকের জন্য আরও ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক করে তুলবে।

ফার্স্টট্রিপের বিটুসি পরিষেবা উদ্বোধন উপলক্ষ্যে একটি অভ্যন্তরীণ টিকিট কিনলে বিনামূল্যে আরেকটি ফ্রি টিকেট উপভোগ করতে পারবেন। টিকিট অফারটি আপনাদের পছন্দের এয়ারলাইন্স ইউএস-বাংলা এবং এয়ার অ্যাস্ট্রার মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

মূল্যছাড়ের অফারটি শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য। মেলায় ফ্লাইট ও হোটেল বুকিংয়ের ওপর আকর্ষণীয় মূল্যছাড়ের অফারও থাকছে। এছাড়া ফার্স্টট্রিপের প্যাভেলিয়নে প্ল্যাটফর্মের একটি লাইভ ডেমো উপভোগ করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com