রাস্তাঘাট ঠিক কাচের মতো ঝকঝকে-তকতকে, মনে হবে যেন মুখ দেখা যাবে! দূরবীন দিয়ে খুঁজলেও মিলবে না এক চিলতে নোংরা! এটাই ভারতের সবথেকে পরিষ্কার শহরের ছবি! কিন্তু কোন শহর সবথেকে পরিষ্কার? উত্তর হল ইনদওর। বার্ষিক ‘স্বচ্ছ সর্বেক্ষণ’ সার্ভের সদস্যদের বিচারে ইনদওর-ই রয়েছে প্রথম স্থানে। এই নিয়ে পরপর ৭ বার সবথেকে পরিষ্কার শহরের খেতাব পেল মধ্যপ্রদেশের এই জেলা।
শহর পরিচ্ছন্ন রাখার পর এ বার তাকে ভিক্ষুকমুক্ত করতে চলেছে ইনদওরের প্রশাসন। যাঁরা ভিক্ষুকদের অর্থ সাহায্য করবেন, তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিক্ষা দিতে গিয়ে ধরা পড়লে থানায় অভিযোগ দায়ের করা হবে।
ইনদওর জেলায় প্রশাসনের তরফে সম্প্রতি ঘোষণা করা হয়েছে, শহর বা শহরতলিতে কোনও ভিখারি শিশুর খোঁজ দিতে পারলে নগদ এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। জেলাকে ভিখারিমুক্ত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ। জেলাশাসক জানিয়েছেন, রাস্তাঘাটে কোনও পথশিশুকে ভিক্ষা করতে দেখলে সেই তথ্য, বা পরিচিত এমন কোনও শিশু সম্পর্কে তথ্য প্রশাসনের হাতে তুলে দিতে পারলেই পুরস্কার পাওয়া যাবে।
শহরের বিভিন্ন রাস্তা ভিক্ষুকমুক্ত করার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন। কেন্দ্রীয় সরকারের একটি পাইলট প্রকল্পের অধীনে ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করবে প্রশাসন। দেশের মোট ১০টি শহরে এই প্রকল্পের কাজ চলছে। শহরগুলি হল দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইনদওর, লখনউ, মুম্বই, নাগপুর, পাটনা এবং আহমেদাবাদ।
ভারতের পরিষ্কারতম শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাতের সুরাত। তবে, ২০২৩ সালে ইনদওরের সঙ্গে যুগ্ম ভাবে সবচেয়ে পরিষ্কার শহরের তকমা পেয়েছিল সুরাত।
ভারতের পরিষ্কারতম শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নবি মুম্বই।
২০২৩- এর সার্ভে রিপোর্ট বলছে পঞ্চম স্থানে রয়েছে ভোপাল, ষষ্ঠ স্থানে রয়েছে বিজয়ওয়াড়া, সপ্তম স্থানে নয়া দিল্লি, অষ্টম স্থানে মাইসোর, নবম স্থানে চণ্ডিগড় ও দশম স্থানে আহমেদাবাদ।
২০২১ সালে পরিচ্ছন্নতার বিচারে রাজ্যগুলির যে ক্রমতালিকা কেন্দ্র প্রকাশ করেছিল, তার সর্বশেষ অর্থাৎ ২৩তম স্থানে যুগ্ম ভাবে ছিল মেঘালয় ও পশ্চিমবঙ্গ।