মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

কৃত্রিম সংকটে প্লেনের টিকিট আকাশচুম্বী

  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে হঠাৎ প্লেনের টিকেটের দাম বেড়ে গেছে। আটাবের সদস্যদেরকে এয়ারলাইন্স বা অন্য কোনো পক্ষ থেকে অতিরিক্ত ও অস্বাভাবিক দামে প্লেনের টিকেট না কেনার নির্দেশনা দিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

সোমবার আটাব সদস্যদের পাঠানো চিঠিতে সংগঠনের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ এ কথা জানান।

তিনি জানান, সম্প্রতি এয়ার টিকিটের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকটের কারণে মার্কেটে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। মার্কেটের পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে আটাব কর্তৃক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থা ও পর্যবেক্ষক দপ্তরের সঙ্গে একাধিক আলোচনা সভা ও বৈঠক করেছে এবং সমস্যার সমাধনকল্পে আটাব ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

চিঠিতে তিনি আরও জানান, এয়ার টিকিটের আসন সংকট ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আটাব গত ১৩ জানুয়ারি
এয়ারলাইন্সগুলোকে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করে। সেই পরিপ্রেক্ষিতে জাজিরা এয়ারলাইন্স আগামী ৫ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে অতিরিক্ত ৭টি ফ্লাইট পরিচালনা করবে মর্মে আটাবকে অবহিত করেছে।

একই সঙ্গে অতিরিক্ত মূল্যে টিকিট ক্রয় না করার জন্য অনুরোধ জানান মহাসচিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com