শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে তুরস্ক

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

তুরস্ক, পশ্চিম এশিয়া ও দক্ষিণ-পূর্ব ইউরোপের সংযোগস্থলে অবস্থিত একটি দেশ। দেশটির বেশির ভাগ অংশ এশিয়ায় পড়েছে। উন্নত শিক্ষাব্যবস্থা ও গবেষণার কারণে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করছে তুরস্ক। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও এ দেশ উচ্চশিক্ষার এক আকর্ষণীয় গন্তব্য। শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়। স্নাতকোত্তর ও পিএইচডিতে তেমনই একটি সুযোগ দিচ্ছে তুরস্ক কোক কোক বিশ্ববিদ্যালয়।

স্কলারশিপটির কেতাবি নাম ‘কোক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ-২০২৫।’ বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৫।

কোক তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত একটি অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ১৯৯৩ সালে ইস্তিনেতে অস্থায়ী ভবন দ্বারা শিক্ষা কার্যক্রম শুরু করে এবং ২০০০ সালে সারিয়ারের কাছে বর্তমান রুমেলি ফেনেরি ক্যাম্পাসে স্থানান্তরিত হয়।

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;

*মাসিক উপবৃত্তি প্রদান করবে;

*আবাসন সুবিধা প্রদান করবে;

*বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা;

*বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নিতে ভ্রমণ খরচ দেবে;

পিএইচডিতে সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;

*মাসিক উপবৃত্তি প্রদান করবে;

*আবাসন সুবিধা দেবে;

*বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা;

*ল্যাপটপ সুবিধা দেবে;

*ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস) সুবিধা দেবে;

*বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নিতে ভ্রমণ খরচ দেবে;

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*পূর্ববর্তী একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*স্নাতকোত্তরে আবেদনে স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*পিএইচডিতে আবেদনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

দরকারি কাগজপত্র

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;

*ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষার  সনদ (জিম্যাট/টোফেল);

*স্টেটমেন্ট অব পারপাস;

*রেফারেন্স লেটার;

*ক্ষেত্র সম্পর্কিত অভিজ্ঞতা প্রয়োজন;

*৩টি প্রবন্ধ;

*নন-থিসিস প্রোগ্রামের জন্য আবেদন ফি প্রদানের স্লিপ;

*পারিবারিক আয়ের প্রমাণপত্র;

*অন্যান্য ডকুমেন্টেশনেরও প্রয়োজন হতে পারে (নির্দিষ্ট প্রোগ্রামের প্রয়োজনীয়তা দেখে নিতে হবে);

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার

আবেদনপদ্ধতি—

আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে সরাসরি আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫;

আবেদনবিষয়ক বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com