মধ্যবিত্ত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম পছন্দ মালয়েশিয়া
আপডেট সময়
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ ওপরের দিক আছে। আধুনিক, প্রগতিশীল ও বহু সংস্কৃতির গতিশীল জীবনধারার দেশটি এশিয়ার শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় শীর্ষে। মালয়েশিয়ায় বিশ্বমানের শিক্ষাব্যবস্থার মধ্যে নিহিত আছে কাঙ্ক্ষিত ক্যারিয়ার অর্জনের প্রক্রিয়া ও উন্নত জীবনের হাতছানি। রাজধানী শহর কুয়ালালামপুরকে শিক্ষার্থীরা সাশ্রয়ী শহরের তালিকায় সারা বিশ্ব দ্বিতীয় অবস্থানে রাখে।
মালয়েশিয়ায় উচ্চশিক্ষার যোগ্যতা : মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য ইঞ্জিনিয়ারিং, বিজনেস, আইটি, মেডিসিন, ডিজাইন, হোটেল ম্যানেজমেন্ট, নার্সিংসহ ৩০০টির বেশি বিষয়ে ফাউন্ডেশন, ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভর করে পরিবর্তিত হয় এই প্রোগ্রামগুলোতে ভর্তির যোগ্যতা। তবে বাংলাদেশি শিক্ষার্থীদের যে সাধারণ যোগ্যতাগুলো পূরণ করতে হয়, তা হলো—প্রি-ইউনিভার্সিটি ও ডিপ্লোমার জন্য কমপক্ষে এসএসসি/ও-লেভেল। ব্যাচেলর বা স্নাতকের জন্য কমপক্ষে এ-লেভেল/এইচএসসি (সিজিপিএ ন্যূনতম ৩.৫)।
মাস্টার্স বা স্নাতকোত্তরের জন্য সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ২.৫ সহ একটি স্নাতক বা ব্যাচেলর ডিগ্রি, আইইএলটিএস স্কোর ৬.৫ (প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নির্ভর করে)।মালয়েশিয়ায় পড়াশোনার খরচ : মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামের ভিত্তিতে সাড়ে তিন থেকে চার বছরের স্নাতক অধ্যয়নে খরচ পড়তে পারে ৯ হাজার ৬০০ থেকে এক লাখ তিন হাজার ৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত।