এদিকে, পবিত্র শবে মেরাজ উপলক্ষে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি সব চাকরিজীবীদের জন্য একদিনের ছুটি ঘোষণা করেছে ওমান সরকার।
অন্যদিকে, কুয়েতে শবে মেরাজ উদযাপন উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশজুড়ে ছুটি থাকবে।
যদিও শবে মেরাজের নির্ধারিত দিন ছিল ২৭ জানুয়ারি, কুয়েতি মন্ত্রিসভা একটি দীর্ঘ সাপ্তাহিক ছুটি প্রদানের জন্য এই ছুটি পুনঃনির্ধারণ করেছে।
শবে মেরাজ মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এ রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) অলৌকিক উপায়ে উর্ধ্বাকাশে আরোহণ করেন এবং সৃষ্টিকর্তা মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন।
ইসলামের ইতিহাস অনুযায়ী, এই পবিত্র রাতে মহানবী (সা.) সশরীরে ও জাগ্রত অবস্থায় জিবরাইল (আ.) ও মিকাইলের (আ.) সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে পৌঁছান। এরপর তিনি ধারাবাহিকভাবে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা এবং একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেন। এসময় তিনি জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেন এবং আল্লাহর নির্দেশনা নিয়ে পৃথিবীতে ফিরে আসেন।
এই ঐতিহাসিক রাত মুসলিম ধর্মীয় বিশ্বাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয়।