জেরি মার্টিনেয তার ২ বন্ধুকে নিয়ে প্রথমে টিকটকের সাহায্যে দাবানলে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে খাবার বিতরণ শুরু করেন। তাদের অনুপ্রেরণায় লস অ্যাঞ্জেলেসের আর্কেডিয়ার স্যান্টা আনিটা পার্ক পরিণত হয় বিশাল সহায়তা মঞ্চে। এখান থেকে দাবানলে ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত বাসিন্দাদের জন্য বিনামূল্যে খাদ্য, পানি, শিশু খাবার, কাপড়সহ প্রয়োজনীয় সামগ্রি বিতরণ করছেন স্বেচ্ছাসেবীরা। যারা অর্থ দিয়ে পারছেন না, তারা সময় ও শ্রম দিয়ে দাঁড়াচ্ছেন অসহায় এসব মানুষের পাশে।
দাবানলে সবকিছু হারানোদের সহায়তায় বাবার সঙ্গে এগিয়ে এসেছে শিশুরাও। খাবার, পানি, শিশুখাদ্য, মাস্ক, যে যা পারছেন মানুষের সহায়তায় তাই রেখে যাচ্ছেন স্যান্টা আনিটা পার্কে। ইনভেস্টোপিডিয়ার এডিটর ইন চিফ ক্যালেব সিলভার পরামর্শ দিয়েছেন, কার কী প্রয়োজন সেভাবেই যেনো সবাইকে সহায়তা দেয়া হয়। আবাসের ব্যবস্থা, খাবার ও বয়োজেষ্ঠদের সেবার বিষয়টিও নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এমন পরিস্থিতিতে লুটপাট ও কারসাজি করে অর্থ আদায়সহ যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে দূরে থাকার হুঁশিয়ারি দিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট জি লুনা। দাবানলে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে অসহায় হয়ে পড়েছেন প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দা মাইকেল গ্যালার। সঠিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
আগুনে বাড়ি হারিয়েছেন আলটাডিনার এমিলি ডেভিস ও জেস খান দম্পতি। ৯ মাসের গর্ভবতী অবস্থায় এমন বিপজ্জনক পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতে চান এমিলি। এ জন্য সরকারের কাছে প্রয়োজনীয় সহযোগিতা চান তারা। এ পর্যন্ত তারা অনেকের কাছ থেকেই সহযোগিতা পেয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এমিলি।
বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আগামী তিনদিন লস অ্যাঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টির সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস সিটির কাউন্সিলমেম্বার ট্র্যাসি পার্ক। এ বিষয়ে ফায়ারফাইটার সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর দেয়া সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেন তিনি।