আলোকসজ্জার মধ্য দিয়ে ফ্রান্সের প্যারিসে শুরু হলো খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের মৌসুম। ক্রিসমাসের আলোকসজ্জার আয়োজন চলবে ২০২৫ সালের ৫ জানুয়ারি পর্যন্ত।
আলোর আয়োজনে বড়দিন মৌসুমকে বরণ করা ছিল ব্যতিক্রমী আয়োজন। বড়দিনকে কেন্দ্র করে বর্ণিল আলোকসজ্জায় প্রাণবন্ত হয়ে উঠেছে ফ্রান্সের রাজধানী প্যারিস।
বড়দিন উদযাপনের জন্য প্যারিসের বিখ্যাত রোড শঁজলিজে অ্যাভিনিউকে সাজিয়ে তোলা হয়েছে চারশ ক্রিসমাস ট্রি এবং এলইডি বাতি দিয়ে। যা বড়দিন পর্যন্ত রাঙিয়ে রাখবে প্যারিসের রাস্তাঘাট।
এক ঝাঁক শিশু-কিশোরের কণ্ঠে ক্রিসমাসের থিম সং বা ক্যারল শেষ হতেই ক্ষণ গণনা শুরু হয়।
হাজার হাজার এলইডি লাইটের আলোতে ঝলমল করে ক্রিসমাস ট্রি। যা দেখতে ভিড় করেন মানুষ।
২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন ঘিরে এভাবেই বড়দিন উৎসবের মৌসুম শুরু করেছেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।